Rajnath Singh: ‘IMF-এর টাকায় সন্ত্রাস চালাবে পাকিস্তান…’, সিঁদুরের ‘পিকচার আভি বাকি’ বলেই হুঙ্কার রাজনাথের
India Pakistan Tensions: সম্প্রতি ভারতের হাজার বার বিরোধিতার পরে পাকিস্তানকে তাদের জন্য বরাদ্দ ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ থেকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। ভূজের ভাষণপর্ব থেকে সেই প্রসঙ্গেও মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রী।

আহমেদাবাদ: ‘২৩ মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে মানুষ প্রাতঃরাশ করেন, ততক্ষণে ভারতীয় বায়ুসেনা দেশের শত্রুদের শেষ করেছে।’ শুক্রবার গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটি থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলে ভারতীয় সেনার প্রশংসা করতেও দেখা যায় তাঁকে।
এদিন তিনি আরও বলেন, ‘মোদী জমানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা ও কার্যক্ষমতার অনেক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভগবান রামের আদর্শেই চলি। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, সঠিক সময় গোটা পিকচার দেখাব।’
সম্প্রতি ভারতের হাজার বার বিরোধিতার পরে পাকিস্তানকে তাদের জন্য বরাদ্দ ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ থেকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। ভূজের ভাষণপর্ব থেকে সেই প্রসঙ্গেও মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রী।
তাঁর দাবি, ‘IMF পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু আমি বিশ্বাস করি, এই টাকাকে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদে মদত জোগাতেই ব্যবহার করবে। তাই এই রকম পরিস্থিতিতে কোনও ভাবেই ওদের কোনও রকম আর্থিক সহায়তা করা উচিত নয়। আমরা চাই, IMF যেন পাকিস্তানের হাতে টাকা তুলে দেওয়ার আগে একবার পুনর্বিচার করে। ভারত IMF-কে যে সহায়তা করে, সেই টাকাই ঘুরপথে সন্ত্রাসবাদে মদত দিতে ব্যবহার হোক, তা কখনওই গ্রহণযোগ্য নয়।’
#WATCH | Bhuj, Gujarat | Defence Minister Rajnath Singh says, “..I believe Pakistan will spend a large portion of the funds received from the International Monetary Fund on terror infrastructure in its country….India wants IMF to re-think funding to Pakistan…” pic.twitter.com/hqFobYaNym
— ANI (@ANI) May 16, 2025





