AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Gupta: তিন সন্তানই কাল হল! মডেল রাখির কাছ থেকে ‘কেড়ে নেওয়া’ হল মেয়রের পদ

গত বছর প্রথম বার নির্বাচনে লড়েছিলেন তিনি। এবং জিতে মেয়র হয়েছিলেন। অতীতে মডেলিংও করেছেন তিনি। ২০২১ সালে আইগ্ল্যাম মিসেস বিহার হয়েছিলেন।

Rakhi Gupta: তিন সন্তানই কাল হল! মডেল রাখির কাছ থেকে 'কেড়ে নেওয়া' হল মেয়রের পদ
রাখি গুপ্তা।
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 4:41 PM
Share

ছাপড়া: বিহারের ছাপড়ার মেয়র রাখি গুপ্তা। ছোটবেলা থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না তাঁর। ছিলেন মডেল। নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তিনিই সম্প্রতি স্থানীয় নির্বাচনে জিতে মেয়র হয়েছিলেন। কিন্তু মেয়র নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে সেই পদ থেকে সরে যেতে হল তাঁকে। কারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে নিজের সন্তানের সংখ্যা সংক্রান্ত যে তথ্য তিনি দিয়েছিলেন তা আইন অনুযায়ী ভুল ছিল। বিষয়টি সামনে আসার পরই তাঁকে মেয়রের পদ থেকে সরিয়ে দিয়েছে সে রাজ্যের নির্বাচন কমিশন।

গত বছর ডিসেম্বর মাসেই নির্বাচনে জিতে মেয়র হয়েছিলেন রাখি। বিহার মিউনিসিপ্যাল অ্যাক্ট ২০০৭ অনুযায়ী, তিন সন্তানের বাবা-মা নির্বাচনে লড়তে পারবেন না। ২০০৮ সালের ৪ এপ্রিলের পর এই তৃতীয় সন্তানের জন্ম হলে তাঁরা ভোটে লড়তে পারবেন না। কিন্তু যদি কোনও যুগলের প্রথমে একটি সন্তান হয়। এবং পরের বার যমজ সন্তান হয়। তাহলে এই নিয়মের আওতায় পড়তে হবে না তাঁকে।

রাখির তিনটি সন্তান রয়েছে। দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে তাঁর। কিন্তু তাঁর একটি সন্তানকে দত্তক নিয়েছিলেন তাঁর এক সন্তানহীনা আত্মীয়া। কিন্তু কোনও সন্তানকে কেউ দত্তক নিলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বায়োলজিক্যাল মাদার হিসাবে তাঁর সন্তান হিসাবেই বিবেচিত হবে। রাকির তিনটি সন্তানের বিষয়টি সামনে আসতেই মেয়রের পদ থেকে সরে যেতে হয়েছে তাঁকে।

তবে রাখির সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিল না। গত বছর প্রথম বার নির্বাচনে লড়েছিলেন তিনি। এবং জিতে মেয়র হয়েছিলেন। অতীতে মডেলিংও করেছেন তিনি। ২০২১ সালে আইগ্ল্যাম মিসেস বিহার হয়েছিলেন। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। তাঁর স্বামী সোনার ব্যবসায়ী। মূলত তাঁর উৎসাহেই রাজনীতিতে আসেন রাখি। জয় পেয়েও মেয়র পদে বেশি দিন থাকতে পারলেন না তিনি।