‘পাকিস্তানে যা হয়েছে, বাংলাদেশেও তাই হবে…’ হিন্দুদের নিয়ে কোন শঙ্কার কথা বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত?
Bangladesh: রবিবার রাম মন্দিরের প্রধান পুরোহিত বিবৃতি জারি করে বলেন, "বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। বাংলাদেশে যা হচ্ছে, তা ঠিক নয়।"
অযোধ্যা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ভারত তথা গোটা বিশ্ব। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর ছবি সামনে আসছে। এই পরিস্থিতি নিয়ে এবার চরম উদ্বেগে অযোধ্য়ার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বাংলাদেশের সন্ত ও হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আর্জি জানালেন তিনি।
রবিবার রাম মন্দিরের প্রধান পুরোহিত বিবৃতি জারি করে বলেন, “বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। বাংলাদেশে যা হচ্ছে, তা ঠিক নয়।”
তিনি আরও বলেন, “ভারত সরকারের কিছু করা উচিত। যদি সরকার কিছু না করে বা না বলে, তবে বাংলাদেশে হিন্দুদের উপরে এই অন্যায় অত্যাচার হতেই থাকবে। পাকিস্তানে যা হয়েছে, তা বাংলাদেশেও হবে। হিন্দুদের উপরে যারা অত্য়াচার করছে, বাংলাদেশ সরকার ও পুলিশ তাদের মদত দিচ্ছে।”
#WATCH | Ayodhya, UP: On the detention of ISKCON Bangladesh priest Chinmoy Krishna Das by Dhaka police, Chief Priest of Shri Ram Janmabhoomi Temple, Acharya Satyendra Das says, “This is absolutely wrong. I believe Bangladesh is also treating Hindus the way Pakistan used to treat… pic.twitter.com/DtiQl2nBX5
— ANI (@ANI) November 26, 2024
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির নিন্দা করেন রাম মন্দিরের প্রধান পুরোহিত।
প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু ও সংখ্যালঘুদের উপরে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সম্প্রতিই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর থেকেই উত্তাল বাংলাদেশ। নতুন করে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।