Ram Mandir: রামলালার ভাগ্য নির্ধারণ, আজ ভোট হতে চলেছে রাম মন্দিরে

Ram Lala Idol: আগামী ১২ জানুয়ারি অযোধ্যার (Ayoydhya) রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে থাকা অস্থায়ী মন্দির থেকে রামলালার ছোট্ট মূর্তি কোলে করে বহন করে আনবেন এবং নতুন রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। এছাড়াও রাম মন্দিরের ভিতরে প্রতিষ্ঠা করা হবে আরও একটি পাথরের মূর্তি।

Ram Mandir: রামলালার ভাগ্য নির্ধারণ, আজ ভোট হতে চলেছে রাম মন্দিরে
রাম লালার আসল মূর্তির সামনে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Dec 29, 2023 | 12:18 PM

অযোধ্যা: অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জোরকদমে চলছে মন্দিরের গর্ভগৃহের নির্মাণকাজ। এরই মাঝে আজ গুরুত্বপূর্ণ ভোট। না এটা কোনও রাজনৈতিক নির্বাচন নয়, এই নির্বাচন রামলালাকে (Ram Lala) নিয়ে। নবনির্মিত রাম মন্দিরের (Ram Mandir) ভিতরে শ্রীরামের (Sree Ram) কোন মূর্তি স্থাপন করা হবে, তা ঠিক করতেই হবে আজ নির্বাচন।

আগামী ১২ জানুয়ারি অযোধ্যার (Ayoydhya) রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে থাকা অস্থায়ী মন্দির থেকে রামলালার ছোট্ট মূর্তি কোলে করে বহন করে আনবেন এবং নতুন রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। এছাড়াও রাম মন্দিরের ভিতরে প্রতিষ্ঠা করা হবে আরও একটি পাথরের মূর্তি।

অযোধ্যার রাম মন্দিরে রামলালা ৫ বছরের বালক রূপে প্রতিষ্ঠা করা হবে। এর জন্য তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে। তিনটি মূর্তিরই ডিজাইন সম্পূর্ণ আলাদা। তিনজন আলাদা শিল্পী এই মূর্তিগুলি তৈরি করছেন। প্রথমেই জানানো হয়েছিল, তিনটি মূর্তির মধ্যে যে মূর্তিটি সেরা হবে, তা মন্দিরে প্রতিষ্ঠা করা হবে।

জানা গিয়েছে, আজ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে বিশেষ বৈঠক হবে। ট্রাস্টের সদস্যদের মধ্যে ভোট হবে। যে মূর্তিতে সবথেকে বেশি ভোট পড়বে, তাই-ই রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। টাস্ট্রের সদস্যরা ও ম্যানেজমেন্টের সদস্যরা এই ভোট দেবেন।

কীভাবে হবে ভোট?

৫১ ইঞ্চি দীর্ঘ মূর্তি তিনটি। এই তিনটি মূর্তিকেই একটি টেবিলে পাশাপাশি রাখা হবে। ট্রাস্টের সদস্যরা ওই তিনটি মূর্তির মধ্যে সেরা মূর্তি যেটি মনে হবে, তাতে ভোট দেবেন। যেই মূর্তি সবথেকে বেশি ভোট পাবে, সেটি রাম মন্দিরে স্থাপন করা হবে।