Hema Malini: হেমাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য সুরযেওয়ালার, মালব্যর পোস্টে হইচই

Loksabha Election 2024: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। মালব্য লেখেন, 'অবমাননাকর কথা বলেছেন কংগ্রেস নেতা। এটা শুধু হেমা মালিনীর অপমানই নয়, প্রত্যেক নারীর জন্যই অসম্মানের।' যদিও রনদীপ সুরযেওয়ালা পাল্টা এক্স হ্যান্ডেলে লেখেন, 'পুরো ভিডিয়োটা শুনুন। আমি বলেছি, 'আমি তো হেমা মালিনীকে সম্মান করি। কারণ উনি ধর্মেন্দ্রজীর স্ত্রী।'' তবে এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Hema Malini: হেমাকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য সুরযেওয়ালার, মালব্যর পোস্টে হইচই
হেমা মালিনী ও রনদীপ সিং সুরযেওয়ালা।
Follow Us:
| Updated on: Apr 04, 2024 | 11:41 PM

নয়া দিল্লি: হরিয়ানার কংগ্রেস নেতা রনদীপ সিং সুরযেওয়ালার হেমা মালিনীকে নিয়ে করা মন্তব্য ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে। একের পর এক বিজেপি নেতা রনদীপের বক্তব্যকে সামনে রেখে প্রতিবাদে সরব। যদিও রনদীপের দাবি, পুরো ভিডিয়োটি প্রকাশ্যে আনা হচ্ছে না। বিজেপি একটা অংশকে নিয়ে প্রচার করে ভুল বার্তা দিচ্ছে।

মথুরার বিদায়ী সাংসদ হেমা মালিনী। তাঁকে কুরুচিকর ভাষায় কংগ্রেস নেতা আক্রমণ করেছেন বলে অভিযোগ বিজেপির। শুধু বিজেপি নেত্রীকেই নয়, রনদীপের এই বক্তব্যে আপামর নারীর অসম্মান বলেই অভিযোগ বিজেপির।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। মালব্য লেখেন, ‘অবমাননাকর কথা বলেছেন কংগ্রেস নেতা। এটা শুধু হেমা মালিনীর অপমানই নয়, প্রত্যেক নারীর জন্যই অসম্মানের।’

যদিও রনদীপ সুরযেওয়ালা পাল্টা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পুরো ভিডিয়োটা শুনুন। আমি বলেছি, ‘আমি তো হেমা মালিনীকে সম্মান করি। কারণ উনি ধর্মেন্দ্রজীর স্ত্রী।” তবে এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।