PM Modi on Ekta Diwas: সর্দার বল্লভ পটেলকে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর, দেশজুড়ে পালিত হচ্ছে একতা দিবস

150th Birth Anniversary of Sardar Vallabhbhai Patel: গুজরাটের কেভাদিয়ায় রয়েছে স্ট্যাচু অব ইউনিটি। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলকে শ্রদ্ধা জানিয়েই ১৮২ মিটার দীর্ঘ এই মূর্তি তৈরি করা হয়েছিল। এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান।

PM Modi on Ekta Diwas: সর্দার বল্লভ পটেলকে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর, দেশজুড়ে পালিত হচ্ছে একতা দিবস
জাতীয় একতা দিবসে গুজরাটের স্ট্যাচু অব ইউনিটির সামনে শপথ প্রধানমন্ত্রীর।Image Credit source: PTI

|

Oct 31, 2025 | 11:53 AM

নয়া দিল্লি: দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। আজ সর্দার বল্লভভাই পটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই একতা দিবস পালিত হচ্ছে। একদিকে যেমন শুক্রবার সকালেই নয়া দিল্লির সর্দার পটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) গুজরাটে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। সেখান থেকেই তিনি জাতিকে একতার বার্তা দেন।

গুজরাটের কেভাদিয়ায় রয়েছে স্ট্যাচু অব ইউনিটি। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলকে শ্রদ্ধা জানিয়েই ১৮২ মিটার দীর্ঘ এই মূর্তি তৈরি করা হয়েছিল। এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। জাতীয় একতা শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরে শুরু হয় একতা দিবসের অনুষ্ঠান।

গার্ড অব অনার, ফ্ল্য়াগ মার্চের মাধ্য়মে একতা প্যারেড শুরু হয়। এরপরে সম্পূর্ণ মহিলা অফিসারদের প্য়ারেড হয়। এই একতা অনুষ্ঠানে অংশ নিয়েছিল পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, ন্যাশনাল ক্যাডেট কর্পসও। মার্শাল আর্ট, মোটরবাইকে স্টান্ট প্রদর্শন করে তারা। বিভিন্ন রাজ্য থেকে ট্যাবলোও ছিল প্যারেডে। ছিল পুলিশের উট, ঘোড়া ও কুকুর নিয়ে বিশেষ প্রদর্শনী। ভারতীয় বায়ুসেনা বিশেষ এয়ার শোয়ের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করবে।

গতকাল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই পটেলের পরিবারের সঙ্গে দেখা করেন। আজকের অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন সর্দার বল্লভভাই পটেলের পৌত্র ও তাঁর পরিবার।