‘মোদীকে খুব সুন্দর দেখতে’, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা ট্রাম্পের
Donald Trump on PM Modi: ট্রাম্প বুধবার বলেন যে ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর শ্রদ্ধার কথাও উল্লেখ করেন। বলেন, "প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক।"

সিওল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার মোদীর প্রশংসা করে ট্রাম্প তাঁকে খুব সুন্দর দেখতে বলেন। এরপরই হাসিমুখে জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা।
দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বিজনেস লিডার্সের বৈঠক ও মধ্যাহ্নভোজে যোগ দিয়েই ফের একবার গত মে মাসের দাবির পুনরাবৃত্তি করেন। বলেন যে বাণিজ্য নিয়ে চাপ সৃষ্টি করাতেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়েছে।
ট্রাম্প বুধবার বলেন যে ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর শ্রদ্ধার কথাও উল্লেখ করেন। বলেন, “প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। দুটি পরমাণু শক্তিধর দেশ নিজেদের মধ্যে লড়াই করছিল। ওরা বলছিল, না না, আমাদের যুদ্ধ করতে দিন। প্রধানমন্ত্রী মোদী খুব সুন্দর দেখতে, হি ইজ অ্যা কিলার। খুব শক্ত মানুষ। কিন্তু কিছু পরে ওরা ফোন করে এবং বলে যে যুদ্ধ থামাতে চায়। আমি শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছি।”
ভারতের পাশাপাশি পাকিস্তানেরও প্রশংসা করেন তিনি। বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের প্রধানমন্ত্রীও খুব ভাল মানুষ। ওঁর ফিল্ড মার্শালও খুব দারুণ যোদ্ধা।”
ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ” আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করি এবং বলি যে আপনাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারব না কারণ আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন। তারপর আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও ফোন করে এক কথা বলি।”
