AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Robert Vadra: রাজনীতিতে আসছেন গান্ধী পরিবারের আরেক সদস্য? এটা ‘পরিবার জোড়ো যাত্রা’ বলল বিজেপি

Robert Vadra's photo on Congress's Bharat Jodo poster: এবার কি রাজনীতিতে আসতে চলেছেন গান্ধী পরিবারের আরেক সদস্য? বুধবার এক টুইট পোস্টে এমনই ইঙ্গিত দিলেন সনিয়া গান্ধীর জামাই।

Robert Vadra: রাজনীতিতে আসছেন গান্ধী পরিবারের আরেক সদস্য? এটা 'পরিবার জোড়ো যাত্রা' বলল বিজেপি
ভারত জোড়োর পোস্টারে গান্ধী পরিবারের আরও এক সদস্যের ছবি
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 4:29 PM
Share

নয়া দিল্লি: এবার কি রাজনীতিতে আসতে চলেছেন গান্ধী পরিবারের আরেক সদস্য? বুধবার এক টুইট পোস্টে এমনই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী শিল্পপতি রবার্ট বঢরা। সনিয়া গান্ধীর জামাই এদিন ‘ভারত জোড়ো’ ক্যাপশন দিয়ে কংগ্রেস পার্টির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, দলের বর্তমান সভানেত্রী সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা রাহুল গান্ধীদের মতো গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে রপার্ট বঢরারও ছবি রয়েছে। আর এই পোস্টার প্রকাশ্যে আসতেই, এই নিয়ে কংগ্রেস দল ও তাদের কর্মসূচিকে চরম কটাক্ষ করেছে বিজেপি।

কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। তাঁর মতে ‘ভারত জোড়ো যাত্রা’ ভারতকে একত্রিত করতে নয়, গান্ধী পরিবারকে একত্রিত করতে করা হচ্ছে। রপার্ট বঢরাকে দলের একটি পদ দেওয়াও এই যাত্রার অন্যতম লক্ষ্য বলে দাবি করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে পুনাওয়ালা বলেছেন, “পুরো দেশ আজ ‘কর্তব্য পথে’। কিন্তু, কংগ্রেস ‘গুলামি কা পরিবার পথে’। এটি ভারত জোড়ো নয়, বরং, ‘পরিবার কো জোড়ো’ যাত্রা। এটি কোনও ‘পদযাত্রা’ও নয় বরং ‘পদের’ জন্য একটি যাত্রা।”

শুধু পুনাওয়ালাই নন, বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, ভারত ঐক্যবদ্ধই রয়েছে। তবে আবার কেন দেশ জোড়ার কথা বলছে কংগ্রেস? তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের এই কর্মসূচির নামের মধ্যেই দেশ ভাগ করার ইঙ্গিত রয়েছে।” রবিশঙ্কর প্রসাদও বলেছেন, “দলের উপর পরিবারের নিয়ন্ত্রণ কায়েম রাখার জন্য এই নাটকের আয়োজন।”

তবে রবার্ট বঢরার এই টুইট তাঁর রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কয়েক মাস আগেই মধ্যপ্রদেশের উজ্জইনের মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনার স্থানীয় সাংবাদিকদের তিনি বলেছিলেন, “মানুষ যদি চায় যে আমি তাদের প্রতিনিধিত্ব করি এবং যদি আমি তাদের জন্য কিছু পরিবর্তন আনতে পারব, তবে আমি অবশ্যই এই পদক্ষেপ করব। এর মাধ্যমে, আমি একটি অনেক মানুষের সেবা করতে পারব।” তিনি দাবি করেছিলেন, তিনি রাজনীতি বোঝেন। কাজেই অসুবিধা হবে না।

কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার অর্থনৈতিক বৈষম্য, সামাজিক মেরুকরণ এবং রাজনৈতিক কেন্দ্রীকরণের বিরোধিতা করে ৩,৫৭০ কিলোমিটার দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সূচনা করবে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই যাত্রার শুরু হবে। বিকেল সাড়ে চারটেয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হাতে একটি খাদির তৈরি একটি জাতীয় পতাকা তুলে দেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কেসি বেনুগোপাল, জয়রাম রমেশ-সহ দলের বিশিষ্ট নেতারা উপস্থিত থাকবেন।