Nitish Kumar: INDIA জোটকে এক সুতোয় বেঁধে NDA-র দিকে পা বাড়াচ্ছেন নীতীশ? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে জোর জল্পনা
Lok Sabha Election 2024: চলতি সপ্তাহেই দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। সেখানেই দিনকয়েক পরে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবী লাল চৌধুরীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতারা যোগ দিলেও, শেষ মুহূর্তে অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন নীতীশ কুমার।
পটনা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত এনডিএ (NDA) জোটকে হারাতে জোট গড়েছে বিরোধী দলগুলি। ২৮টি বিরোধী দল মিলে তৈরি করেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। এই জোটের কাণ্ডারি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর পৌরহিত্যেই পটনাতে জোটের সূত্র বাধা হয়। বেঙ্গালুরুর বৈঠকে ‘ইন্ডিয়া’ নামকরণ হয় জোটের। বিরোধী জোট যখন বিজেপিকে হারানোর ব্লু-প্রিন্ট আঁকছে, সেই সময়ই জল্পনা নীতীশ কুমারকে ঘিরে। ২৪-র নির্বাচনের আগেই কি ফের এনডিএ জোটে ফিরছেন নীতীশ কুমার? এই নিয়েই জোর জল্পনা রাজ্য় তথা জাতীয় রাজনীতিতে। আর সেই জল্পনাকেই উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা পার্টির প্রধান পশুপতি কুমার পরস (Pashupati Paras)। মঙ্গলবারই তিনি বলেন, নীতীশ কুমার যদি এনডিএ জোটে ফিরতে চান, তবে তাঁকে স্বাগত জানানো হবে।
চলতি সপ্তাহেই দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই দিনকয়েক পরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রতিষ্ঠাতা দেবী লাল চৌধুরীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, ফারুক আবদুল্লার মতো ইন্ডিয়া জোটের নেতারা যোগ দিলেও, শেষ মুহূর্তে অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন নীতীশ কুমার। এরপরই জল্পনা আরও বাড়ে যে ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার।
মঙ্গলবার সেই জল্পনাকে উসকে দেন রাষ্ট্রীয় লোক জনতা পার্টির প্রধান পশুপতি কুমার পরস। তিনি বলেন, “যদি নীতীশ কুমার এনডিএ জোটে যোগ দিতে চান, তবে তাঁকে স্বাগত জানানো হবে”। এর দু’দিন আগে বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমারও জানিয়েছেন, যেকোনো জাতীয়তাবাদী সৎ ও উন্নয়নে বিশ্বাসী ব্যক্তিকেই বিজেপি স্বাগত জানাবে।
তবে আপাতত এই জল্পনাকে উড়িয়েই দিয়েছেন নীতীশ কুমার। এনডিএ জোটে ফের একবার যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এগুলো সব ফালতু কথা। এই ধরনের কথা শুনতে আমি আগ্রহী নই। আপনারা জানেন বিরোধীদের একজোট করতে আমি কতটা পরিশ্রম করেছি। এটা আমাদের অনেক বড় সাফল্য। আমার লক্ষ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সকে মজবুত করা। ”
অন্যদিকে, বিজেপির এক শিবিরও নীতীশ কুমারকে ফেরাতে নারাজ। প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য সুশীল মোদী সাফ জানিয়ে দেন, নীতীশ কুমার ফের এনডিএ জোটে ফিরতে চাইলেও, তাঁকে আর জায়গা দেওয়া হবে না। বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে নীতীশ কুমারের জন্য।