AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vladimir Putin India Visit: ২৭ ঘণ্টার দিল্লি সফরে একবারও বাথরুম যাবেন না পুতিন! কারণ জানলে অবাক হবেনই…

Putin's Poop Suitcase: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাওয়ার জন্যও তাঁর বিমানেই উড়ে আসছে পার্সোনাল ফুড ল্যাব। এক সপ্তাহের খাবার, ব্যক্তিগত রাঁধুনিও আসছে মস্কো থেকেই। যতই আমন্ত্রণ থাকুক, বিষক্রিয়ার আশঙ্কায় বাইরে কোনও খাবার পুতিন খান না।

Vladimir Putin India Visit: ২৭ ঘণ্টার দিল্লি সফরে একবারও বাথরুম যাবেন না পুতিন! কারণ জানলে অবাক হবেনই...
ভ্লাদিমির পুতিন।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 8:49 AM
Share

নয়া দিল্লি: আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। দু’দিনের ভারত সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র সঙ্গে নৈশভোজ থেকে শুরু করে ভারত-রাশিয়া সামিটে অংশগ্রহণ। রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েও বিরাট ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে পাঁচ স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। প্রেসিডেন্ট পুতিনের জন্য আগেভাগেই যেমন তাঁর বিশেষ গাড়ি, ‘ওরাস সেনাট’ যেমন এসেছে, তেমনই আসছে এক বিশেষ সুটকেস। কী বৈশিষ্ট্য এই স্যুটকেসের, জানেন?

জানলে অবাক হবেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য কোনও দেশে সফরে গেলে, সেখানে হোটেলের শৌচাগার ব্যবহার করেন না। মল-মূত্র ত্যাগ করেন না তিনি। তাহলে থাকেন কী করে? পুতিনের দেহরক্ষীদের সঙ্গে থাকে পুপ স্যুটকেস (Poop Suitcase) । যখন প্রয়োজন হয়, এই স্যুটকেসেই যাবতীয় কাজ সারেন পুতিন।

কেন বাইরে কোথাও শৌচাগারে যান না পুতিন? কারণ তাঁর শারীরিক অবস্থা নিয়ে কাউকে কিছু জানতে দেওয়া হয় না। রুশ প্রেসিডেন্টকে মারার চেষ্টা করছে অনেকে, এমনটাই ধারণা। এদিকে তাঁর স্বাস্থ্য নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। কখনও দেখা গিয়েছে, হাত কাঁপছে পুতিনের। কখনও আবার শোনা গিয়েছে যে মারণ রোগে আক্রান্ত পুতিন। তবে মস্কো কখনওই পুতিনের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেনি। এই পরিস্থিতিতে পুতিনের মল বা মূত্র যদি শত্রুদের হাতে চলে যায়, তাহলে তারা পরীক্ষা করে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে জেনে যেতে পারে। এই আশঙ্কাতেই পুতিনের সঙ্গে সর্বক্ষণ নিয়ে ঘোরা হয় পুপ স্যুটকেস।

আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাওয়ার জন্যও তাঁর বিমানেই উড়ে আসছে পার্সোনাল ফুড ল্যাব। এক সপ্তাহের খাবার, ব্যক্তিগত রাঁধুনিও আসছে মস্কো থেকেই। যতই আমন্ত্রণ থাকুক, বিষক্রিয়ার আশঙ্কায় বাইরে কোনও খাবার পুতিন খান না।