‘সনিয়াজী সব জানেন’, মন্ত্রিসভার সম্প্রসারণের তোড়জোড় শুরু হতেই ফের সরব পাইলট

Sachin Pilot on Rajasthan Cabinet Expansion: মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে এ দিন সচিন পাইলট বলেন, "দলনেত্রী সনিয়া গান্ধী গোটা বিষয়টিই জানেন। সিদ্ধান্ত পর্যালোচনার জন্য অজয় মাকেনও জয়পুরে এসেছেন।"

'সনিয়াজী সব জানেন', মন্ত্রিসভার সম্প্রসারণের তোড়জোড় শুরু হতেই ফের সরব পাইলট
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন সচিন পাইলট। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 8:16 AM

জয়পুর: কেবল কেন্দ্রীয় মন্ত্রিসভাই নয়, রাজ্যের মন্ত্রিসভাতেও রদবদল ঘটতে চলেছে শীঘ্রি। তার আগেই ফের একবার মুখ খুললেন কংগ্রেস নেতা সচিন পাইলট। বুধবার তিনি বলেন, “বিরোধী দল হিসাবে থাকাকালীন যারা দলের হয়ে কাজ করেছেন, তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত।”

মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে এ দিন সচিন পাইলট বলেন, “দলনেত্রী সনিয়া গান্ধী গোটা বিষয়টিই জানেন। পর্যালোচনার জন্য অজয় মাকেনও জয়পুরে এসেছেন। আমি মনে করি, বিগত পাঁচ বছর কংগ্রেস বিরোধী দল হিসাবে থাকাকালীন যারা কাজ করেছেন, তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত।”

এ দিকে, মঙ্গলবারই অজয় মাকেনকে মন্তিসভা সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” মন্ত্রিসভা সম্প্রসারণ, ব্লক ও জেলা সভাপতি নিয়োগ নিয়ে আলোচনা চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বনাম প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিরোধ সর্বজন বিদিত। বিরোধ এতটাই চরমে ওঠে যে গতবছরই দল ছাড়ার হুমকি দেন তিনি। সম্প্রতি জীতীন প্রসাদের পদত্যাগের পর ফের একবার দিল্লির দরবারে হাজির হয়েছিলেন সচিন পাইলট। এক বছর পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন।

একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পাইলট বলেছিলেন, “১০ মাস হয়ে গিয়েছে। আমায় বলা হয়েছিল কেন্দ্রীয় কমিটি যথাযথ পদক্ষেপ করেব, কিন্তু বছরের অর্ধেক সময় কেটে গেলেও সেই বিষয়ে উচ্চবাচ্যই করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে দলের যে সমস্ত কর্মীরা সবকিছু করছেন, তাদের কথাই শোনা হচ্ছে না”। এরপরই দলীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে পাইলটকে আর কিছুদিন ধৈর্য্য ধরতে বলেন।

অন্যদিকে, পাইলট ঘনিষ্ট রাজস্থানের প্রাক্তন স্পিকার দীপেন্দ্র সিং শেখাওয়াতও জানান, যে সমস্ত কর্মীরা দীর্ঘ বছর ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসের হাতে রাজ্যের ক্ষমতা ও দায়িত্বভার তুলে দিয়েছে, তাদের যোগ্য সম্মান পাইয়ে দেওয়ার জন্যই সচিন পাইলট লড়াই করছেন।

আরও পড়ুন: থেমে গেল সুদীর্ঘ রাজনৈতিক জীবন, প্রয়াত হিমাচলের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং