কৃষাণ যাত্রায় যোগ দিতে না পেরে রাস্তায় ধরনা, আটক অখিলেশ যাদব

দুপুর গড়াতেই দলীয় সমর্থকদের নিয়ে দলের ট্রেডমার্ক লাল টুপি পড়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন অখিলেশ। পুলিসি বাধা পেলে তাঁরা মাঝরাস্তাতেই বসে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপরই পুলিস অখিলেশ যাদব সহ আন্দোলনকারীদের একটি বাসে তুলে প্রতিবাদ স্থল থেকে সরিয়ে নিয়ে যায়।

কৃষাণ যাত্রায় যোগ দিতে না পেরে রাস্তায় ধরনা, আটক অখিলেশ যাদব
অখিলেশ যাদবকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিস। ছবি: সংগৃহীত।
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 5:35 PM

লখনউ: পুলিসি ব্যারিকেড ভেঙে মাঝরাস্তায় প্রতিবাদ প্রদর্শন করায় আটক করা হল সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবকে। আজ কনৌজে কৃষাণ যাত্রায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অনুমতি না মেলায় পুলিস অখিলেশ যাদবের বাড়ি তথা দলীয় কার্যালয়ে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তার প্রতিবাদেই দলীয় কর্মীদের নিয়ে ব্যারিকেড ভেঙে প্রতিবাদ দেখান উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রবিবার দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব। জানিয়েছিলেন, সরকারের ‘অগণতান্ত্রিক’ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে তিনি সোমবার কনৌজ যাবেন। কিন্তু কৃষাণ যাত্রায় অংশ নেওয়ার আগেই আজ সকালে সমাজবাদী দলের অফিস যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেয় উত্তর প্রদেশ পুলিস।

দুপুর গড়াতেই দলীয় সমর্থকদের নিয়ে দলের ট্রেডমার্ক লাল টুপি পড়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন অখিলেশ। পুলিসি বাধা পেলে তাঁরা মাঝরাস্তাতেই বসে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপরই পুলিস অখিলেশ যাদব সহ আন্দোলনকারীদের একটি বাসে তুলে প্রতিবাদ স্থল থেকে সরিয়ে নিয়ে যায়।

ব্যারিকেড দিয়ে পথ আটকানোর প্রতিবাদে অখিলেশ যাদব উর্দুতে টুইট করে লেখেন,”যেদিকেই তাঁকাবে, দেখবে মানুষ তোমার বিপক্ষেই রয়েছে। হে অত্যাচারী, কতজনকে আটকাবে তুমি? ”

কৃষাণ যাত্রা ও ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বন্ধের সমর্থনে কনৌজে একটি ট্রাক্টর মিছিলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মিছিলে যোগদান আটকাতেই দলীয় কার্যালয়ে যাওয়ার রাস্তায় ব্যারিকেড বসিয়েছে পুলিস, এমনটাই মত দলীয় কর্মীদের।

আরও পড়ুন: কৃষকরা আন্দোলন চালিয়ে গেলে ‘প্রস্তুত’ কেন্দ্রও!

এই বিষয়ে সমাজবাদী দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেন,” এটা রাজ্য সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রদর্শন সকলের গণতান্ত্রিক অধিকার, সরকার সেই অধিকার খর্ব করছে। অখিলেশ যাদব কৃষাণ যাত্রায় অংশ নেবেন, এটাই তাদের ভয়ের কারণ।”

গৌতমপল্লির স্টেশন হাউস অফিসার চন্দ্রশেখর সিং বলেন,”সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবের কনৌজে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার জেলা প্রশাসক সম্মতি দেননি। তাই সমাজবাদী দলের কার্যালয়ে যাওয়ার রাস্তা, বিক্রমাদিত্য মার্গের একাংশ সিল করে দেওয়া হয়েছে।”

রবিবারই সমাজবাদী দলের তরফে জানানো হয়, উত্তর প্রদেশের সমস্ত জেলায় কৃষকদের নিয়ে মিছিল করা হবে। সেই যাত্রার শুরু হবে কনৌজ থেকে। রবিবারে সমাজবাদী দলের বিবৃতিতে বলা হয়,”বিজেপির শাসনে কৃষকদের অবিচারের মুখে পড়তে হয়েছে। বিজেপি মান্ডিগুলিকে বিক্রি করে দিচ্ছে, এদিকে কৃষকরা উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্যটুকুও পাচ্ছে না। সার ও কীটনাশকের মূল্যও বৃদ্ধি পেয়েছে। অথচ বিজেপি সরকার কৃষকদের প্রতি অসংবেদনশীল ব্যবহার করছে।”

সমাজবাদী দলের পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টিও কৃষকদের ডাকা দেশজুড়ে ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: বরফের চাদরে মোড়া উপত্যকায় শান্তিপূর্ণভাবেই চলছে চতুর্থ দফার নির্বাচন