Vidya Veerappan: চন্দনদস্যু বীরাপ্পানের মেয়ে এবার রাজনীতিতে, লড়বেন লোকসভা নির্বাচনেও
Veerappan: বাবা চন্দনদস্যু হলেও, ৩৩ বছর বয়সী বিদ্যা কিন্তু পেশায় আইনজীবী। বেঙ্গালুরু থেকে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে কৃষ্ণগিরিতে তিনি একটি স্কুলও চালান। ২০২০ সালের জুলাই মাসে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁকে তামিলনাড়ুর ইয়ুথ উইংয়ের ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়।
চেন্নাই: চন্দনদস্যু বীরাপ্পানের কথা মনে আছে? এক সময়ে তাঁর ত্রাসে গোটা দেশ কাঁপত। তামিলনাড়ু, কর্নাটকে বাঘে-গরুতেও এক ঘাটে জল খেত। বীরাপ্পান না থাকলেও, এবার রাজনীতির ময়দানে নামলেন তাঁর কন্যা বিদ্যা রানি। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। নাম তামিজ়ার কাটজি নামক একটি দলের হয়ে প্রার্থী হচ্ছেন তিনি।
বাবা চন্দনদস্যু হলেও, ৩৩ বছর বয়সী বিদ্যা কিন্তু পেশায় আইনজীবী। বেঙ্গালুরু থেকে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে কৃষ্ণগিরিতে তিনি একটি স্কুলও চালান। ২০২০ সালের জুলাই মাসে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁকে তামিলনাড়ুর ইয়ুথ উইংয়ের ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়। তবে সম্প্রতিই তিনি বিজেপি ছেড়ে অভিনেতা-পরিচালক সীমানের তৈরি দল নাম তামিজ়ার কাটজি-তে যোগ দেন।
রবিবার সীমান আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ু ও পুদুচেরীতে ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করেন। তিনি জানান, এনটিকে বিদ্যা রানিকে কৃষ্ণগিরি থেকে প্রার্থী করছে।
বীরাপ্পানের নামে প্রথম পরিচয় পেলেও, বিদ্যা রানি জানিয়েছেন, তিনি মাত্র একবারই বাবার সঙ্গে দেখা করেছেন। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তৃতীয় শ্রেণিতে পড়াকালীন, ঠাকুর্দার বাড়িতে একদিন বাবার সঙ্গে দেখা হয়েছিল। সেটাই প্রথম ও শেষ দেখা ছিল। ৩০ মিনিট কথা হয়েছিল তাঁদের মধ্যে। বিদ্যা রানির মা মুথুলক্ষ্মীও রাজনীতির সঙ্গে যুক্ত।
প্রসঙ্গত, চন্দনদস্যু বীরাপ্পানের বিরাট সাম্রাজ্য ছিল তামিলনাড়ু ও কর্নাটক জুড়ে। ২০০৪ সালের ১৮ অক্টোবর তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্স এনকাউন্টার করে বীরাপ্পানকে হত্য়া করে।