School dress code: ছাত্রছাত্রীদের অভিভাবকদের নাইট গাউন পরায় নিষেধাজ্ঞা স্কুল কর্তৃপক্ষের
Dress code: স্কুল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, স্কুল হল জ্ঞান আহরণের কেন্দ্র। যদি কোনও অভিভাবক পোশাক বিধি মেনে ঠিকমতো পোশাক পরে স্কুলে না আসেন, তাহলে তাঁদের স্কুলের গেটেই আটকে দেওয়া হবে।

রাজকোট: এবার স্কুল পড়ুয়াদের অভিভাবকদের জন্যও জারি হল ড্রেস কোড (Dress code)। নাইট গাউন, পায়জামা পরে ছেলে-মেয়েদের স্কুলে আনতে যাওয়া উচিত নয়। এমনটাই মনে করছে গুজরাটের (Gujarat) রাজকোটের একটি বেসরকারি স্কুল। শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করবে বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যা নিয়ে কিছুটা ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ।
রাজকোট শহরের বেসরকারি স্কুল, রাজকোট স্বনির্ভর স্কুলে ছাত্রছাত্রীর অভিভাবকদের পোশাক বিধি জারি করা হল। স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতেই ছাত্রছাত্রীর অভিভাবকদের জন্য পোশাক বিধি জারি করা হল বলে জানিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ। এর ফলে বাচ্চাদেরও সুঅভ্যাস গড়ে উঠবে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। যদি কোনও অভিভাবক পোশাক বিধি মেনে ঠিকমতো পোশাক পরে স্কুলে না আসেন, তাহলে তাঁদের স্কুলের গেটেই আটকে দেওয়া হবে।
স্কুল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, স্কুল হল জ্ঞান আহরণের কেন্দ্র। এখানে শিক্ষা গ্রহণ করা হয়। তাই এখানে নাইট ড্রেস, চটি পরে আসা উচিত নয়। অর্থাৎ ক্যাজুয়াল ড্রেস সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রসঙ্গত, এর আগে গুজরাটের ত্রিপাদা ইংলিশ স্কুলেও একইভাবে ছাত্রছাত্রীদের জন্য পোশাক-বিধি জারি করা হয়েছিল। সেই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়, নাইটড্রেস, বারমুডার মতো পোশাক পরে স্কুলে আসা যাবে না।
