AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Terror Attack: পহেলগাঁও থেকে ৬০ কিমি দূরে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই, তপ্ত কাশ্মীর

Kashmir Attack: বস্তুত, মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ২৬ জন নিরস্ত্র সাধারণ পর্যটককে গুলি করে খুন করে জঙ্গিরা। তারপর এই ঘটনার দায় স্বীকার করে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' টিআরএফ।

J&K Terror Attack: পহেলগাঁও থেকে ৬০ কিমি দূরে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই, তপ্ত কাশ্মীর
ফের উত্তেজনা জম্মু-কাশ্মীরে Image Credit: Facebook
| Updated on: Apr 23, 2025 | 8:04 PM
Share

কাশ্মীর: ভারত আগেই হুঁশিয়ারি দিয়েছিল। কাউকে রেয়াত করা হবে না। নয়া দিল্লিতে একদিকে যখন উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, সেই পহেলগাঁও থেকে ষাট কিলোমিটার দূরে কুলগাম জেলার তাংমার্গে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।

বস্তুত, মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ২৬ জন নিরস্ত্র সাধারণ পর্যটককে গুলি করে খুন করে জঙ্গিরা। তারপর এই ঘটনার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ টিআরএফ। ঘটনার পরই গোটা দেশ শোকস্তব্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর তরফে এই ঘটনায় স্পষ্ট একটাই বার্তা দেওয়া হয়েছে, কোনও জঙ্গিকে রেয়াত করা হবে না।

এই আবহের মধ্যেই জানা যাচ্ছে, পহেলগাঁও থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। পুলিশ সূত্রের খবর, এদিন কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তারপরেই এলাকায় সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। জঙ্গি খোঁজে নামতেই শুরু মুহুর্মূহু গুলির লড়াই আরও নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে তাংমার্গে। উল্লেখ্য, অনন্তনাগ থেকে কুলগামের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব কুড়ি কিলোমিটারের কাছাকাছি। আবার সোপিয়ানের দূরত্ব একই। LOC-র ওইপাড়েই রয়েছে লস্করের কয়েকটি লঞ্চ প্যাড। সেখান থেকে এর আগে বহুবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।