AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Joe Biden: কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্লান্ট, বাইডেনের সঙ্গে আলোচনা সেরে ফেললেন মোদী

India-US Deal: ৩ দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের বিশেষ সভাতেও। সফরের প্রথম দিনে, কোয়াড সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi-Joe Biden: কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্লান্ট, বাইডেনের সঙ্গে আলোচনা সেরে ফেললেন মোদী
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জো বাইডেনের আলোচনা।Image Credit: AFP
| Updated on: Sep 22, 2024 | 9:23 AM
Share

ওয়াশিংটন: রাজ্যে কর্মসংস্থানের বড় সুযোগ। হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমি-কন্ডাক্টর শিল্পের হাত ধরে। বড়সড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কলকাতায় তৈরি হতে পাকে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট। আমেরিকা সফরে গিয়ে এই সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাও সেরে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩ দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের বিশেষ সভাতেও। সফরের প্রথম দিনে, কোয়াড সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল।প্রথম, এমকিউ-৯বি প্রেডাটর ড্রোন চুক্তি এবং দ্বিতীয়, কলকাতায় সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি।

মোদী-বাইডেনের দ্বিপাক্ষিক আলোচনাতেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা এগোয়। এর মধ্যে ড্রোন ক্রয় ও যৌথ সামরিক মহড়াও ছিল। জানা গিয়েছে, আমেরিকা থেকে ৩১টি জেনারেল অ্যাটোমিকস এমকিউ-৯বি ড্রোন কিনছে ভারত, যা ভারতীয় সেনায় ব্যবহার করা হবে। সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট কেনা নিয়েও আলোচনা হয়েছে।

এর পাশাপাশিই কলকাতায় সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ভারত সেমি,  3rdiTech ও ইউএস স্পেস ফোর্সের অংশীদারিত্বে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হবে বলে সূত্রের খবর।

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈশ্বিক স্ট্রাটেজিক অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। একইসঙ্গে মিলিত আগ্রহে কীভাবে ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা যায়, তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর সমাধান নিয়েও তারা নিজেদের মতামত রেখেছেন।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদের উদ্যোগকে আমেরিকা সমর্থন জানাবে বলেই আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বিশেষত, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারতের ভূমিকা এবং প্রধানমন্ত্রীর সম্প্রতি পোল্য়ান্ড ও ইউক্রেন সফরকেও সাধুবাদ জানিয়েছেন বাইডেন।