Jitendra Ahwad: এনসিপিতে অব্যাহত ‘ইস্তফা নাটক’, পওয়ারের পর সরলেন আরও এক বড় নেতা

Jitendra Ahwad resignation: দলীয় প্রধান হিসেবে শরদ পওয়ার তাঁর ইস্তফার কথা ঘোষণা করার একদিন পরই, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি নেতা তথা বিধায়ক জিতেন্দ্র অহওয়াদ। এদিকে অনশনে বসেছেন থানের এনসিপি সমর্থকরা।

Jitendra Ahwad: এনসিপিতে অব্যাহত 'ইস্তফা নাটক', পওয়ারের পর সরলেন আরও এক বড় নেতা
শরদ পওয়ারের সঙ্গে জিতেন্দ্র অওহাদ (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 4:53 PM

মুম্বই: দলীয় প্রধান হিসেবে শরদ পওয়ার তাঁর ইস্তফার কথা ঘোষণা করার একদিন পরই, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি নেতা তথা বিধায়ক জিতেন্দ্র অহওয়াদ। বুধবার তিনি বলেছেন, “আমি দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি এনসিপি প্রধান শরদ পওয়ারের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পওয়ার সাহেবের ঘোষণার পর, এনসিপির থানের সমস্ত পদাধিকারীরাও দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।” উদ্দব ঠাকরে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন জিতেন্দ্র অহওয়াদ। শরদ পওয়ারের অত্যন্ত আস্থাভাজন হিসেবেই তিনি পরিচিত। মহারাষ্ট্রে এনসিপির সবথেকে প্রভাবশালী নেতাদের অন্যতম তিনি। ২০১৯ সালে কংগ্রেস এবং শিবসেনাকে সঙ্গে নিয়ে মহা বিকাশ আগাড়ি জোট সরকার গঠনের পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল। এদিকে, শরদ পওয়ারের ইস্তফা ফিরিয়ে নেওয়ার দাবিতে, থানের এনসিপি কর্মীরা এদিন অনশন শুরু করেছেন। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না শরদ পওয়ার তাঁর সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছেন, ততক্ষণ তাঁরা অনশন চালিয়ে যাবেন। এদিন শরদ পওয়ারের ছবি হাতে তাঁদের স্লোগান দিতে শোনা যায় – “শরদ পওয়ার আগে বাড়ো, হাম তুমহারে সাথ হ্যায়।”

মঙ্গলবার, মুম্বইয়ে তাঁর আত্মজীবনীর আপডেটেড সংস্করণ প্রকাশের সময় আচমকা দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পওয়ার। বলেছিলেন, নয়া নেতৃত্বকে জায়গা করে দিতে চান তিনি। তাঁর এই ঘোষণায় বিস্ময়ে হতবাক হয়ে যান ছগন ভুজবল, জিতেন্দ্র অহওয়াদ, জয়ন্ত পাতিল, প্রফুল্ল প্যাটেলের মতো দলের পদস্থ নেতারা। পরে মঙ্গলবার রাতে এনসিপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নেতাদের অনুরোধে ইস্তফার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছেন শরদ পওয়ার। ২-৩ দিন পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে, এনসিপি নেতাদের মধ্যে একজনকেই শরদের সিদ্ধান্ত মেনে নিতে দেখা গিয়েছে। তিনি অজিত পওয়ার। ভবিষ্যতের কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। আর একেবারে মুখে কুলুপ এঁটেছেন শরদ-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।

বস্তুত, শরদ পওয়ারের এই আচমকা পদত্যাগের সিদ্ধান্তে, নতুন করে অজিত পওয়ারের বিজেপি যোগের জল্পনা উসকে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরেই অজিত পওয়ার বিজেপিতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। এমনকী, তাঁর সঙ্গে দল ছাড়তে প্রস্তুত অন্তত ৪০ জন দলীয় বিধায়ক, এমনও শোনা যাচ্ছিল। তবে, সেই জল্পনায় জল ঢেলে অজিত পওয়ার নিজে জানিয়েছিলেন, তিনি এনসিপিতেই ছিলেন, এনসিপিতেই থাকবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুপ্রিম কোর্টে শিবসেনা বনাম শিবসেনা লড়াইয়ে যদি একনাথ শিন্ডে হেরে যান এবং তাঁর পক্ষে থাকা ১৫ বিধায়ক নিয়ে অযোগ্য বলে ঘোষিত হন, সেই ক্ষেত্রে অজিত পওয়ারই হবেন মহারাষ্ট্র বিজেপির প্ল্যান বি।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, মঙ্গলবারের ‘ইস্তফা চালে’ ফের দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করলেন শরদ পওয়ার। অজিতকে তিনি বুঝিয়ে দিলেন এনসিপির আসল ‘বস’ কে। এই অবস্থায় মনে করা হচ্ছে, দলীয় সভাপতি পদে আর ফিরবেন না পওয়ার। তবে, একজন কার্যকরী সভাপতি নিযুক্ত করে, দলের প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন ‘মারাঠা স্ট্রংম্যান’।