Jyoti Malhotra Youtuber: ঘুরেছে পাকিস্তানের ‘নিষিদ্ধ’ জায়গাগুলো, ভারতীয় সেনার গতিবিধিতেও ছিল ‘নজর’! জ্যোতি-কাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য
Jyoti Malhotra Youtuber: জানা গিয়েছে, ওই ভিডিয়োর মাধ্য়মেই সম্ভবত সেনার গতিবিধি চালান করেছে জ্য়োতি। পাশাপাশি, আরও কিছু ভিডিয়ো রয়েছে, যেগুলি সেনার হাইসিকিউরিটি জোন সংক্রান্ত বলেই সন্দেহ করছে তদন্তকারীরা।

কলকাতা: তিনি ঘরের মেয়েই। কিন্তু ‘লড়াইয়ে’ নেমেছিলেন ঘরের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। ইতিমধ্য়ে হরিয়ানা ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাক চর সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য পাকিস্তানের চালান করার অভিযোগ এনেছে পুলিশ।
এবার এই আবহেই টিভি৯ বাংলার হাতে আরও বড় তথ্য। জ্যোতি রানির ল্যাপটপ থেকে মিলেছে একটি ভিডিয়োর হদিশ মেলে। দেখতে স্বাভাবিক হলেও, সেই ভিডিয়োর পরতে পরতে লুকিয়ে রহস্য। জানা গিয়েছে, ওই ভিডিয়োর মাধ্য়মেই সম্ভবত সেনার গতিবিধি চালান করেছে জ্য়োতি। পাশাপাশি, আরও কিছু ভিডিয়ো রয়েছে, যেগুলি সেনার হাইসিকিউরিটি জোন সংক্রান্ত তথ্য রয়েছে বলেই সন্দেহ করছে তদন্তকারীরা।
বলে রাখা ভাল, উদ্ধার হওয়া ভিডিয়োগুলি কিন্তু নিজের ল্যাপটপে সেভ করে রাখেনি জ্যোতি। তদন্তকারীদের অনুমান, কাজ মিটতেই তা ডিলিট করে দিয়েছিল সে। তবে ল্যাপটপের ফরেন্সিক পরীক্ষার মাধ্য়মে আপাতত সেই তথ্যগুলিকেই উদ্ধার করেছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, সেনার গতিবিধি নিয়ে পাওয়া ভিডিয়োর ভিত্তিতে জ্যোতিকে জেরা করেন গোয়েন্দারা। কিন্তু একের পর এক প্রশ্ন ছোড়া হলেও নিজের মুখ বন্ধ রাখেন জ্যোতি। এমনকি, তদন্তেও অসহযোগিতা করতে থাকেন। জ্যোতির কার্যকলাপ নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয়েছে তদন্তকারীদের। বিশেষ করে, সম্প্রতি তার পাকিস্তান ভ্রমণ অনেক গুলো প্রশ্ন রেখে গিয়েছে বলেই মত গোয়েন্দাদের।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশ-বিদেশ ঘুরে, সেখানে তোলা সমস্ত ভিডিয়ো ক্লাউড স্টোরেজে সেভ করে রাখতেন জ্যোতি। সেই ক্লাউড স্টোরেজ ঘেঁটেই এবার তার বিরুদ্ধে অস্বস্তিকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। সম্প্রতি, পাকিস্তানে গিয়েছিল এই ‘চর’। সেখানে গিয়ে একদিকে যেমন দিল্লির পাক হাইকমিশনারের কর্মীদের সঙ্গে ভিডিয়ো রয়েছে তার। পাশাপাশি, পড়শি দেশের এমন কিছু এলাকায় ঘুরতে গিয়েছিল জ্যোতি, যেখানে প্রবেশের অনুমতি নেই সাধারণ পাক নাগরিকদেরও। কিন্তু কীভাবে ওই সকল এলাকায় ঢুকল জ্যোতি? ভারতে বসে কীভাবেই বা পাকিস্তানে এত প্রভাব ছিল তার? নেপথ্য়ে কি হাত নয়াদিল্লির পাক হাইকমিশনারে কর্মরত দানিশের?

