Mamata Banerjee-Sharad Pawar: ‘আমার জায়গায় থাকলে আপনি কী করতেন?’, নবাবের গ্রেফতারি নিয়ে মমতার মতামত জানতে চাইলেন শরদ
Mamata Banerjee-Sharad Pawar: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শরদ পাওয়ারের ফোনিলাপের কয়েক ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় যে, নবাব মালিককে ইডি গ্রেফতারি করলেও, সরকার তাঁর পাশে রয়েছে এবং তাঁর মন্ত্রী পদ কেড়ে নেওয়া হবে না।
মুম্বই: টানা সাত ঘণ্টা জেরার পর আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)। বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে আনা হয় নবাব মালিককে। টানা সাত ঘণ্টা জেরার পর এনসিপি নেতাকে গ্রেফতার করে ইডি (ED)। তবে গ্রেফতারিতে অবশ্য দমে যাননি নবাব। ইডি দফতরের বাইরেই দাড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন এবং জিতবেন। এদিকে, নবাব মালিকের গ্রেফতারির খবর পেতেই একদিকে যেমন এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)-র বাড়িতে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তেমনই আবার ফোন করে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দুই দলের প্রধানের মধ্যে প্রায় ১০ মিনিট বার্তালাপ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শরদ পাওয়ার প্রশ্ন করেন যে, ওনার জায়গায় যদি তিনি থাকতেন, তবে কী করতেন?
কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে এককাট্টা হতে গিয়েই কাছাকাছি এসেছে বিরোধী দলগুলি। সম্প্রতিই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ৫ রাজ্যের বিধানসভা ফল বেরনোর পর দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাতেরও পরিকল্পনা রয়েছে। এরপর বুধবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের গ্রেফতারির খবর পেতেই এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ১০ মিনিটের ফোনালাপে তাঁর মতামত জানতে চেয়েছেন শরদ পাওয়ার। নবাব মালিকের গ্রেফতারির পর বিজেপির তরফে তাঁকে পদ থেকে সরানোর যে দাবি তুলেছে, তা নিয়েই মতামত জানতে চান তিনি। প্রশ্ন করেন যে, গত বছর যখন নারদা মামলায় সিবিআই তাঁর মন্ত্রীদের গ্রেফতার করেছিল, সেই সময় তিনিও ওই সমস্ত নেতাদের মন্ত্রীপদ থেকে বরখাস্ত করেছিলেন কিনা। সেই সময় তিনি কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন, তাও জানতে চান শরদ পাওয়ার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবাব মালিকের গ্রেফতারির সমালোচনা করেন এবং শরদ পাওয়ারকেও সতর্ক করেন যে, তিনি যেন বিজেপির হাতে পরিচালিত না হন ও নবাব মালিককে মহারাষ্ট্রের মন্ত্রিসভা থেকে বের না করে দেন। বিজেপিকেই গোটা ঘটনার পিছনে মাস্টারমাইন্ড বলে, ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী দলগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শরদ পাওয়ারের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় যে, নবাব মালিককে ইডি গ্রেফতারি করলেও, সরকার তাঁর পাশে রয়েছে এবং তাঁর মন্ত্রী পদ কেড়ে নেওয়া হবে না।
রাজ্যের মন্ত্রী বালাসাহেব থোরাত ও ছগন ভুজবল সাংবাদিক বৈঠকে বলেন, “আগামিকাল মন্ত্রালয়ের সামনে মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করব। আমরা তিন দলই একসঙ্গে রয়েছি এবং শিবসেনা ও কংগ্রেসও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন।”
তারা আরও বলেন, “বিগত ৩০ বছরে কেউ মুম্বই বিস্ফোরণে নবাব মালিকের নাম নেয়নি। কিন্তু এখন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তাই তাঁর মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে গ্রেফতার করে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা মহা বিকাশ আগাড়ি সরকারের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।”