Sanjay Raut Detained by Police: শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে আটক করল দিল্লি পুলিশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2021 | 9:40 AM

Sanjay Raut Detained in Delhi: দীপ্তি রাওয়াত ভরদ্বাজের দাবি, সাক্ষাৎকার চলাকালীনই নোংরা ভাষা ব্যবহার করেছেন সঞ্জয় রাউত এবং বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।

Sanjay Raut Detained by Police: শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে আটক করল দিল্লি পুলিশ
আপ-তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শিবসেনা নেতার। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: টিভিতে সাক্ষাৎকারে বিজেপি নেত্রীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগে দিল্লি(Delhi0-তে আটক করা হল শিবসেনা (Shiv Sena) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)-কে। রবিবারই পুলিশ তাঁকে আটক করে। পুলিশের দাবি, প্রকাশ্যে একটি টিভি অনুষ্ঠানে এক বিজেপি (BJP) নেত্রীকে হুমকি দিয়েছিলেন সঞ্জয় রাউত। ওই নেতার অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়।

জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর মান্ডওয়ালি পুলিশ স্টেশনে শিবসেনা নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দীপ্তি রাওয়াত ভরদ্বাজ (Deepti Rawat Bhardwaj)। ওই অভিযোগে জানানো হয়েছে, ৯ ডিসেম্বরই একটি মারাঠি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সেখানে তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য় করেন।

দীপ্তি রাওয়াত ভরদ্বাজের দাবি, সাক্ষাৎকার চলাকালীনই নোংরা ভাষা ব্যবহার করেছেন সঞ্জয় রাউত এবং বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।

বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতেই সঞ্জয় রাউতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারা (মানহানির জন্য শাস্তি) ও ৫০৯ ধারা ( নারীর শালীনতাকে অপমানা করার জন্য শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ করা) মামলা দায়ের করা হয়। দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, গোটা বিষটি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে সঞ্জয় রাউতকে আটক করা হয়েছে।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন শিবসেনা নেতা। সম্প্রতি সিডিএস প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেছিলেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যু ঘিরে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সম্প্রতি সময়ে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক জবাব দিয়েছে, তাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জেনারেল রাওয়াত। সেই কারণেই এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, নানা ধরনের প্রশ্ন উঠে আসে সাধারণ মানুষের মনে।”

এখনও অবধি শিবসেনার তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সঞ্জয় রাউতের পরিবারের তরফেও কেউ এই বিষয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন: Narendra Singh Tomar on Farmers Protest: ‘মামলা প্রত্যাহার রাজ্যের সিদ্ধান্ত’, কৃষকদের মন বুঝতে নিয়মিত যোগাযোগ রাখছেন কৃষিমন্ত্রী 

আরও পড়ুন: New Omicron Cases in India: কেরলেও পৌঁছল ওমিক্রন, ৩ রাজ্যে নতুন করে আক্রান্ত আরও ৩ 

Next Article