Viral Video: রান্নাঘরে কাজ করছিলেন, মহিলার সামনেই ফাটল সিলিন্ডার! দেখুন কী হল তারপর…
LPG cylinder blast video: রান্নাঘরে কাজ করাটা বেশ ঝুঁকির। বাড়ির এই একটি ঘরেই থাকে রান্নার গ্যাসের সিলিন্ডার, জ্বলে আগুন। যা থেকে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সম্প্রতি, এমনই এক পিলে চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নয়া দিল্লি: রান্নাঘরের দায়িত্ব সাধারণত বাড়ির মহিলারাই সামলান। অনেক সময় পুরুষরা তাঁদের কাজকে স্বীকৃতি দেন না ঠিকই। কিন্তু, রান্নাঘরে কাজ করাটা কতটা বেশ ঝুঁকির। বাড়ির এই একটি ঘরেই থাকে রান্নার গ্যাসের সিলিন্ডার, জ্বলে আগুন। যা থেকে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সম্প্রতি, এমনই এক পিলে চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রান্নাঘরে এক মহিলা বাসন ধোওয়ার সময়, আচমকা বিস্ফোরণ ঘটে তাঁর পাশে রাখা গ্যাস সিলিন্ডারে। ভাগ্যক্রমে তাঁর প্রাণ বেঁচে গিয়েছে। কিন্তু, ভিডিয়োতে স্পষ্ট ধরা পড়েছে, এই বিস্ফোরণের পর তাঁর কী অবস্থা হয়েছিল।
@klip_ent নামে এক এক্স টি অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভয়ঙ্কর ভিডিয়োটি শেয়ার করেছে। মাত্র ২৮ সেকেন্ড দীর্ঘ এই ভিডিয়োটি। কিন্তু, তাতেই শিরদাঁড়ায় কাঁপন ধরে যেতে পারে। ভিডিয়োটিতে একটি ডেট ও টাইম স্ট্যাম্প রয়েছে। তা বলছে, ভিডিয়োটি ৬ জুনের। ঘটনাটি ভারতে ঘটলেও, ঠিক কোথায় ঘটেছে তা জানা যায়নি। ভিডিয়োতে দেখা যায়, রান্নাঘরে বেসিনে এক মহিলা বাসন ধুচ্ছেন। তাঁর পাশে ক্যাবিনেটের মধ্যে রাখা ছিল গ্যাস সিলিন্ডার। তাই সিলিন্ডারটিকে বাইরে থেকে দেখা যাচ্ছে না। তবে, ঘটনার সময় গ্যাস জ্বলছিল না। আচমকা প্রচণ্ড আলোর ঝলকানির সঙ্গে বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডারে।
LPG cylinder explodes in the kitchen #wtf pic.twitter.com/XoaWFvabpj
— Klip Entertainment (@klip_ent) June 8, 2024
বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় কিচেন ক্যাবিনেটের পাল্লাগুলি। মহিলা ছিটকে গিয়ে পিছনের দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। বিস্ফোরণের ফলে রান্নাঘরের সমস্ত বাসনপত্রও এদিকে-ওদিকে ছড়িয়ে পড়ে। এমনকি, পাশের ঘরের জানালার পাল্লাও খুলে যায়। তবে, মহিলা সম্ভবত গুরুতর কোনও আঘাত পাননি। বিস্ফোরণের পর মুহুর্তেই তাঁকে আতঙ্কে চিৎকার করে রান্নাঘরের বাইরে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পাশের ঘর থেকে অপর এক ব্যক্তিও ছুটে আসেন।
তাদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছিল। ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। নেটিজেনদের একজন লিখেছেন, সম্ভবত সিলিন্ডারে গ্যাস কম ছিল। তাই বিস্ফোরণটি প্রাণঘাতী হয়নি। বিস্ফোরণের পর কোনও আগুন লাগার ঘটনাও ঘটেনি।