SIR in West Bengal: আপনার এনুমারেশন ফর্মে কি BLO-র স্ট্যাম্প থাকতেই হবে? কমিশন বলল অন্য কথা

SIR-Enumeration Form: আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা। 

SIR in West Bengal: আপনার এনুমারেশন ফর্মে কি BLO-র স্ট্যাম্প থাকতেই হবে? কমিশন বলল অন্য কথা
ফর্ম যাচাইয়ে ব্যস্ত বিএলও-রা।Image Credit source: PTI

|

Nov 24, 2025 | 6:40 AM

কলকাতা: রাজ্য জুড়ে এসআইআর (SIR) চলছে জোর কদমে। প্রতি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করার কাজ প্রায় শেষ। যারা ফর্ম পূরণ করে ফেলেছেন, তাদের সেই ফর্ম সংগ্রহ করছেন বিএলও-রা। আর এখানেই গোল বেঁধেছে। অনেকেই অভিযোগ করছেন, বিএলও (BLO) তাদের এসআইআর ফর্মে স্ট্যাম্প দিচ্ছেন না। তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে? নতুন ভোটার লিস্টে কি আর নাম থাকবে না? এই সমস্ত ধন্ধ দূর করল নির্বাচন কমিশন।

কী বলছে নির্বাচন কমিশন? 

কমিশনের কথায়, বিএলও-কে এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে ফর্মে স্বাক্ষর করতেই হবে। ভোটাররা বিএলও-কে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় এটা নিশ্চিত করে নেবেন যে ফর্মে যেন বিএলও-র সই থাকে। দুটি ফর্মের মধ্যে একটিতে অন্তত স্বাক্ষর থাকতে হবে বিএলও-দের।

প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা।

কোনও ভোটার বা তার পরিবারের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, কিংবা ভোটারের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হয়, তাহলে হিয়ারিংয়ে ডাকতে পারেন ইআরও। যদি ভোটার ১১টি নথির মধ্যে একটি দেখাতে পারলেই চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই হবে। এই তালিকায় যদি নাম নাও থাকে, তাহলেও চিন্তার কারণ নেই। ভোটাররা চাইলে ফের আবেদন বা চ্যালেঞ্জ করার সুবিধা পাবেন।

পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ। শনিবার পর্যন্ত ৭ কোটি ৬৮ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ৪১ শতাংশ অর্থাৎ ৩ কোটি ভোটারদের ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে।