AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meghalaya Murder: আত্মসমর্পণ করেও পুলিশকে ঘুরপথে চালনের চেষ্টা! হানিমুন-কাণ্ডে এবার মাদক যোগ

Meghalaya Murder: মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে উত্তর প্রদেশ পুলিশের ADG আইন-শৃঙ্খলা অমিতাভ যশ জানান, পুলিশের সামনে সোনম নিজেকে পরিস্থিতির শিকার ও নির্দোষ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল।

Meghalaya Murder: আত্মসমর্পণ করেও পুলিশকে ঘুরপথে চালনের চেষ্টা! হানিমুন-কাণ্ডে এবার মাদক যোগ
সোনম ও রাজা Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 10:48 AM

শিলং: সোনম বুদ্ধিধারী। কিন্তু ছক কষতে এখনও কাঁচা। সম্প্রতি প্রকাশ্যে আসা মেঘালয়-হত্য়াকাণ্ড নিয়ে এমনটাই বললেন এক পুলিশ কর্তা। সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে গ্রেফতার করা হয় সোনমকে। নিখোঁজ হওয়ার পর প্রথম পরিবারকে ফোন করে নিজের ঠিকানা জানায় সে। তারপরেই সেখানে পৌঁছে যায় পুলিশ। আত্মসমর্পণ করেন সোনম।

বিয়ে থেকে হত্যা, পুলিশের কাছে সবটাই খুলে বলেছে সে। কিন্তু গোটা দায়টা স্বীকার করার আগেও তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছেন সোনম। মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে উত্তর প্রদেশ পুলিশের ADG আইন-শৃঙ্খলা অমিতাভ যশ জানান, পুলিশের সামনে সোনম নিজেকে পরিস্থিতির শিকার ও নির্দোষ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল।

এদিন তিনি বলেন, ‘গাজিপুরে তাকে মাদক খাইয়ে নিয়ে আসা হয়েছিল বলে বারবার আমাদের জানায় সে। নিজেকে কার্যত পরিস্থিতির শিকার হিসাবেই তুলে ধরতে চেয়েছিল সোনম। পুলিশ তার কাছে পৌঁছে যাবে জেনেও নিজের পরিবারকে ফোন করেছিল সে। ইতিমধ্যেই তাকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

ADG-র সংযোজন, ‘সোনম পরিকল্পনা ভাল মতো কষতে পারেনি। ওর পুলিশি জেরা সম্পর্কে কোনও ধারণাই ছিল না। ভেবেছিল সহজেই আমাদের ফাঁকি দিয়ে দেবে। কিন্তু পারেনি। মেঘালয় পুলিশ অসম্ভব ভাল তদন্ত চালিয়েছে। যদি ওদের কোনও সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সব সময়ই পাশে রয়েছি।’

প্রসঙ্গত, পুলিশি জেরায় সোনম জানিয়েছেন, অফিসেরই এক জুনিয়রের সঙ্গে প্রেম রয়েছে তার। যার নাম রাজ কুশওয়াহা। তাই ওই রাজের জন্য স্বামী রাজাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন সোনম। এমনকি, তিনি আরও জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে ছক কষেই এই হত্যাকাণ্ড রচনাা করেছিলেন সোনম।