Sonam-Raja Raghuvanshi: এই কালো পুটলিতে লুকিয়ে ছিল রাজার প্রাণভোমরা? এনগেজমেন্টের পর সোনমই দিয়েছিল, খুন হতেই গায়েব…
Sonam-Raja Raghuvanshi: সোনমই যে রাজাকে খুন করিয়েছে, তা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না রাজা রঘুবংশীর পরিবার। তারা ভেবেছিলেন, রাজার মতো সোনমের সঙ্গেও খারাপ কিছু হয়েছে।

ভোপাল: দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড। পরিবারের ঠিক করা পাত্রীকে বিয়ে, হানিমুনে মেঘালয়ে গিয়ে খুন হয়ে গিয়েছেন মধ্য প্রদেশের ব্যবসায়ী রাজা রঘুবংশী। খুনের পরিকল্পনা করেছিল তাঁর স্ত্রী সোনম রঘুবংশীই। সেই ভোপাল থেকে ভাড়া করে নিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যেই সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা ও তিন সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। এবার চাঞ্চল্যকর দাবি করলেন রাজার বাবা।
সোনমই যে রাজাকে খুন করিয়েছে, তা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না রাজা রঘুবংশীর পরিবার। তারা ভেবেছিলেন, রাজার মতো সোনমের সঙ্গেও খারাপ কিছু হয়েছে। পরে জানতে পারেন, তাদের পছন্দ করা পুত্রবধূই খুন করেছে ছেলেকে। এবার রাজার পরিবার দাবি করল, সোনম বিয়ের আগেই রাজার উপরে কালাজাদু করেছিল।
ছেলের কথা স্মরণ করে বাবা দেবীলাল রঘুবংশী অঝোরে কাঁদতে কাঁদতে বলেন যে সোনম তন্ত্র-মন্ত্র করত। বাড়িতে তান্ত্রিক আচার-অনুষ্ঠান করত। বাগদানের পরই সোনম রাজাকে একটি কালো কাপড়ে মোড়া একটি পুটলি দিয়েছিলেন। তাদের বাড়ির মেইন দরজার উপরে ওই কালো পুটলি ঝুলিয়েছিল সোনম। কিন্তু রাজাকে হত্যার পরই সেই পুটলি গায়েব হয়ে গিয়েছে।
রাজার বাবা জানান, সোনম ওই পুটলিটি দিয়ে জানিয়েছিল যে খারাপ নজর থেকে রক্ষা করবে। তাদের দাবি, কোনও খারাপ নজর থেকে রক্ষা করতে নয়, বরং রাজার উপরে কালাজাদু করার জন্যই বাড়ির প্রধান দরজায় ওই পুটলি ঝুলিয়েছিল। রাজার হত্যার পর অদ্ভুতভাবে সেই পুটলি উধাও হয়ে যায়।
প্রসঙ্গত, এর আগে রাজার দাদা সচিনও দাবি করেছিলেন যে রাজাকে নরবলি দিয়েছে। সোনম কালাজাদু করেছে। সোনম তাঁর বাবার স্বাস্থ্যের জন্য রাজাকে বলি দিয়েছে। সোনমের বাবার আগে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এই বিষয়ে সোনমের পরিবারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

