AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিডে মা-বাবা হারানো সন্তানদের জন্য প্রধানমন্ত্রীর কাছে কী চাইলেন সোনিয়া

দেশজুড়ে নবোদয় বিদ্যালয় নির্মাণে এ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকাও, চিঠিতে লেখেন সোনিয়া (Sonia Gandhi)।

কোভিডে মা-বাবা হারানো সন্তানদের জন্য প্রধানমন্ত্রীর কাছে কী চাইলেন সোনিয়া
ফাইল চিত্র।
| Updated on: May 20, 2021 | 8:34 PM
Share

জ্যোতির্ময় রায়: কোভিড (COVID-19) কাড়ছে প্রিয়জনদের। কোথাও কোল শূন্য হচ্ছে মা-বাবার। কেউ আবার অনিশ্চিত পৃথিবীতে কোলের সন্তানকে রেখেই পাড়ি দিচ্ছেন দিকশূন্যপুরে। দেশজুড়ে শুধুই হাহাকার। এই সময় সরকারের কর্তব্য সকলের পাশে দাঁড়ানো। সে কথা উল্লেখ করেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

করোনায় অনাথ হচ্ছে বহু শিশু। এমনও হয়েছে পরিবারে তাদের দেখাশোনা করার মত কেউই আর নেই। সেই অসহায় শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর আবেদন, করোনাতে অনাথ শিশুদের বিনামূল্যে নবোদয় বিদ্যালয়গুলিতে শিক্ষা দেওয়া হোক। সোনিয়া লেখেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি, করোনা মহামারীর কারণে বাবা-মা বা বাড়ির অভিভাবককে হারিয়েছে এমন শিশুদের নবোদয় বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য। আমি মনে করি অকল্পনীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাওয়া এই শিশুদের একটি ভাল ভবিষ্যৎ দেওয়া আমাদের দায়িত্ব।’

আরও পড়ুন: অতিমারির আবহে গম পাচারের পরিকল্পনা! হাতেনাতে ধরল পুলিশ

চিঠিতে সোনিয়া গান্ধী উল্লেখ করেন, দেশজুড়ে নবোদয় বিদ্যালয় নির্মাণে এ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকাও। সোনিয়া লেখেন, উচ্চমানের আধুনিক শিক্ষাকে মূলত গ্রামীণ অঞ্চলের মেধাবীদের কাছে সহজলভ্য করা রাজীব গান্ধীর স্বপ্ন ছিল। সারাদেশে এরকম প্রায় ৬৬১টি স্কুল রয়েছে। এই দুর্যোগের দিনে সেই নবোদয় দিগন্তে আলো দেখাক, চান কংগ্রেস সভানেত্রী।