সুকমা: দেশের যে স্বল্প কয়েকটি স্থানে এখনও মাওবাদীদের প্রভাব আছে তারমধ্যে কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় অন্যতম। রবিবার, মাওবাদী কবলিত রাজ্যের সুকমা জেলায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক মাওবাদী সদস্যকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ সুকমা জেলার চিন্তলনার থানা এলাকায় থিম্মাপুরম গ্রামের নিকটবর্তী জঙ্গলে টহল দিচ্ছিল যৌথ বাহিনীর জওয়ানরা। সেই সময়ই এই সংঘর্ষের ঘটনা ঘটে, এমনটাই জানিয়েছেন সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার রিজার্ভ গার্ড ও সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ানরা এদিনের এই নিকেশ অভিযান চালিয়েছেন। জেলার অভ্যন্তরে রাস্তা নির্মাণের কাজে নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেখানে টহল দিচ্ছিলেন জওয়ানরা।
সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা জানিয়েছেন, মাওবাদীদের একটি দল থিম্মাপুরমের কাছে টহলরত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ করতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলি বিনিময় থেমে যাওয়ার পর সেখান থেকে মাওবাদীদের উর্দি পরিহিত এক ব্যক্তির দেহ ও এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। মনে করা হচ্ছে আক্রমণের মুখে পাল্টা গুলি চালিয়েছিল যৌথ বাহিনী, সেই সময়েই সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ওই মাওবাদী সদস্য।
বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মাওবাদী সদস্যের দেহ উদ্ধারের পর যখন জঙ্গল থেকে বাহিনী বেরিয়ে আসছিল তখন আবার বাহিনীর ওপর গুলি বর্ষণ হয়। তিনি জানিয়েছেন, সুকমার ওই এলাকায় এখনও গুলিবর্ষণ চলছে। পুলিশ জানিয়েছে, বিগত দুসপ্তাহে বাসতার এলাকায় পাঁচটি পৃথক এনকাউন্টারে ৭ জন মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাওবাদী কার্যকলাপ দমনে এই ধরনের অভিযান আরও চলবে।
আরও পড়ুন: Amit Shah in UP: ‘যদি সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে, তবে…’ বাড়ি বাড়ি গিয়ে সতর্কবার্তা দিলেন শাহ