Terrorist Attack in J&K: নৃশংস হামলা! বাড়ির সামনেই পুলিশকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা
JK Police Constable Shot dead by Terrorist: জানা গিয়েছে, কুলগাম পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন হেড কন্সটেবল আলি মহম্মদ গনি। শনিবার তাঁকে বাড়ির সামনেই গুলি করে হত্যা হয়।
শ্রীনগর: ফের জঙ্গিদের হাতে খুন হলেন পুলিশকর্মী (Police Constable)। শনিবার দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) হাসানপোরা-বিজবেরায় এক পুলিশকর্মীকে খুন করে জঙ্গিরা (Terrorist)। শুক্রবারও শ্রীনগরের বাতমালো এলাকায় জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেই হামলায় কোনওমতে রক্ষা পান এক পুলিশকর্মী। এরপরই শনিবার ফের হামলা চালাল জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ অনন্তনাগের বিজবেরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের হেড কন্সটেবল আলি মহম্মদ গনির উপর হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। আলিকে গুলি করেই পালিয়ে যায় ওই হামলাকারী। গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশকর্মীকে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, কুলগাম পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন হেড কন্সটেবল আলি মহম্মদ গনি। শনিবার তাঁকে বাড়ির সামনেই গুলি করে হত্যা হয়। মনে করা হচ্ছে, বিগত কয়েকদিন ধরেই জঙ্গিরা তাঁকে নিশানা বানিয়েছিল, সেই কারণেই তাঁর বাড়ির সামনেই সময় বুঝে হামলা চালিয়েছে। ইতিমধ্যেই ওই জঙ্গির খোঁজে উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের মুখপাত্র বলেন, “জঙ্গি হামলার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারা। সেখানে গিয়েই জানা যায় হেড কন্সটেবল আলি মহম্মদ গনিকে তাঁর বাড়ি বিজবেরার হাসনপোরা তাবালা এলাকাতেই গুলি করেছে জঙ্গিরা। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দুর্ভাগ্যবশত তাঁর মৃত্যু হয়। পুলিশ মামলা দায়ের করেছে এবং হামলাকারীকে ধরার জন্য তল্লাশি অভিযানও শুরু হয়েছে।”
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই হামলার চরম সমালোচনা করেছেন। বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, “বিজবেরায় পুলিশকর্মীর হত্য়ার ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধরনের নৃশংস, বর্বরোচিত হামলা নিন্দনীয়। হত্যাকারীর শাস্তির দাবি জানাচ্ছি আমরা।”
জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের তরফেও টুইট করে বলা হয়, “অনন্তনাগের হাসানপোরায় জম্মু-কাশ্মীর পুলিশের হেড কন্সটেবল আলি মহম্মদ গনির উপর কাপুরুষের মতো যে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। ওনার পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। আল্লাহ ওনাকে জন্নতে পাঠাক, এই কামনাই করি।”
জম্মু-কাশ্মীরের পিপলস কনফারেন্স দলের নেতা সাজিদ লোনও বলেন, “ফের একবার নৃশংস হামলা চলল। কাপুরুষ হামলাকারীদের গুলির শিকার হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের হেড কন্সটেবল আলি মহম্মদ গনি। ওনার আত্মবলিদানকে স্যালুট জানাই।”
উল্লেখ্য, শুক্রবারই জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা প্রশিক্ষণ চলাকালীন বিস্ফোরণ হয়। সেই ঘটনায় চারজন সেনা জওয়ান আহত হন। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।