Super app: সুপার অ্যাপ a, একটি প্ল্যাটফর্মেই মিলবে একাধিক পরিষেবা

Ashwini Vaishnaw shared video: অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং গুগলের তৈরি এই অ্যাপটির বিশেষ বিষয় হল, এই অ্যাপটিতে ভয়েজের মাধ্যম দিয়েও সহযোগিতা পাওয়া যাবে। মোট ১৩টি ভাষায় পরিষেবা দেবে এই অ্যাপ। এছাড়া একটি প্ল্যাটফর্মেই একাধিক সহায়তা পাওয়া যাবে।

Super app: সুপার অ্যাপ a, একটি প্ল্যাটফর্মেই মিলবে একাধিক পরিষেবা
সুপার অ্যাপ a-র উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 2:04 PM

নয়া দিল্লি: একটি অ্যাপেই সবকিছুর খোঁজ মিলবে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া ও গুগল ক্লাউড-এর যৌথ উদ্যোগে সুপার অ্যাপ a চালু হল। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) উপস্থিতিতে এই সুপার অ্যাপের (a) উদ্বোধন করা হয়। এবার থেকে ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে একসঙ্গে আয়ূষ্মান ভারত থেকে কৃষকদের কৃষিকাজের বিভিন্ন খোঁজ-খবর, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প থেকে চাকরির খবর পাওয়া যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, একসঙ্গে ১৩টি ভাষায় a -র পরিষেবা পাওয়া যাবে।

সুপার অ্যাপ a -র চালু করার ভিডিয়ো নিজের X হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের এক বিলিয়নের বেশি মানুষকে ক্ষমতায়ন করার ক্ষমতা রাখে।”

a অ্যাপের বৈশিষ্ট্য

অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং গুগলের তৈরি এই অ্যাপটির বিশেষ বিষয় হল, এই অ্যাপটিতে ভয়েজের মাধ্যম দিয়েও সহযোগিতা পাওয়া যাবে। মোট ১৩টি ভাষায় পরিষেবা দেবে এই অ্যাপ। এছাড়া একটি প্ল্যাটফর্মেই একাধিক সহায়তা পাওয়া যাবে।

কী কী সহায়তা মিলবে?

আয়ুষ্মান ভারতের অন্তর্গত হাসপাতালের খোঁজ দেবে a অ্যাপ। এছাড়া কৃষকদের কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব মিলবে এই অ্যাপে। এমনকি কোথায়, কোন শস্যের এমএসপি কত, সেটাও জানা যাবে। আবার মেয়েদের পড়াশোনা-সহ বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের তথ্য পাওয়া যাবে a অ্যাপের মাধ্যমে।

সুপার অ্যাপ a-র পরিষেবা পেতে প্রথমে আপনাকে মোবাইল নম্বর দিয়েই লগ-ইন করতে হবে। তারপরই এই অ্যাপ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব পাবেন।