Supreme Court: এখনও কেন জমা পড়ল না যৌনকর্মীদের রেশনের স্ট্যাটাস রিপোর্ট? রাজ্যকে ‘সুপ্রিম’ ধমক
Supreme Court on Dry Ration: রাজ্যের তরফে যৌনকর্মীদের শুকনো রেশন (Dry Ration for Sex Workers) দেওয়ার বিষয়ে এখনও স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়নি। সেই নিয়েই এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সমস্ত পেশা নির্বিশেষে দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt)। রাজ্যের তরফে যৌনকর্মীদের শুকনো রেশন (Dry Ration for Sex Workers) দেওয়ার বিষয়ে এখনও স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়নি। সেই নিয়েই এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সমস্ত পেশা নির্বিশেষে দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা দরকার। বিষয়টি জীবন ধারনের বিষয়, অথচ রাজ্য সরকার বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে।
শীর্ষ আদালত জানিয়েছে, “আমাদের কতবার বলতে হবে? আমরা আপনাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেব। আপনারা কি গতবারের নির্দেশটা দেখেছেন? কেন আপনারা হলফনামা দাখিল করতে পারলেন না? যখন অন্য সব রাজ্য স্ট্যাটাস রিপোর্ট দাখিল করছে, তখন পশ্চিমবঙ্গ কেন তা করতে পারবে না?”
বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ বলেছে, “শুধুমাত্র আমরা কঠোর অবস্থান নিচ্ছি না, তার অর্থ এই নয় যে আপনারা আমাদের হালকাভাবে নিতে পারেন। আমরা আপনাদের এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নিতে বলছি। রেশন সরবরাহ ঠিকভাবে করা হচ্ছে না। বেঁচে থাকাটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই আমরা এই মামলাটি দেখছি। আপনারা এই জিনিসগুলিকে হালকাভাবে নিতে পারেন না।”
রাজ্য সরকারের পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী প্রকল্প চালু করেছে। দরিদ্র মানুষদের শুকনো রেশন সরবরাহ করছে। উল্লেখ্য দুই বিচারপতির বেঞ্চ অবশ্য রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে একটি হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে।
কে কোন পেশার সঙ্গে যুক্ত, সেই সব নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। সেই কথা তুলে ধরে সুপ্রিম কোর্ট বলে, শীর্ষ আদালত কেন্দ্র, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যৌনকর্মীদের ভোটার, আধার এবং রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করার এবং তাদের শুকনো রেশন সরবরাহ করার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, কোভিড-১৯ অতিমারির কারণে যৌনকর্মীরা যে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, সেই সংক্রান্ত একটি আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। যৌনকর্মীদের সমস্যাগুলির কথা বিবেচনা করে গত বছরের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের শুকনো রেশন সরবরাহ করতে নির্দেশ দিয়েছিল। এর জন্য তাদের কোনও পরিচয়পত্র দেখাতে হবে না বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: Punjab Polls: পঞ্জাব কংগ্রেসের পালে লাগতে পারে নতুন হাওয়া, সৌজন্যে প্রধানমন্ত্রীর সফর