নয়া দিল্লি: গোটা দেশে কো-উইনের মাধ্যমেই করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন এবং স্লট বুকিং চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে আবার নতুন পোর্টাল ‘বেনভ্যাক্স’ কেন? বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকুলের মুখোমুখি হয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হর্ষ বর্ধন। আরও দু’টি রাজ্যে একই ভাবে টিকাকরণের জন্য নিজস্ব পোর্টাল চালু করা হয়েছিল। যা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে এ দিন দাবি করেন শুভেন্দু।
গত কয়েকদিন যাবৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার টিকা সংকটের দাবি তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম; সকলেই দাবি করেছেন, তুলনায় বাংলার থেকে ছোট রাজ্য বেশি টিকা পেলেও পশ্চিমবঙ্গের ভাগে কম টিকা আসছে। তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যের এই দাবি পুরোপুরি নস্যাৎ করেননি শুভেন্দু। কিছুটা ঘুরপথে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে। আরও যাতে পায় এবং দ্রুত টিকাকরণ সম্পন্ন করা হয় তার জন্য আমি অনুরোধ করেছি। যাতে রাজ্যে আরও বেশি বেশি করে টিকা পৌঁছে দেওয়া যায় জনস্বার্থে।”
Minister (Union Health Minister) told me that State Govt has sent an interim report. A copy will be sent to me. There’s only one vaccination portal – CoWIN. But Bengal govt launched its own Benvax portal. I complained. Minister accepted it & ordered inquiry: Suvendu Adhikari, BJP pic.twitter.com/CCm3bJ8Fs3
— ANI (@ANI) July 1, 2021
অন্যদিকে, রাজ্যে টিকাকরণের বেনিয়ম নিয়ে অভিযোগ তুলে সম্প্রতি হর্ষ বর্ধনকে একটি চিঠি দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যার প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে জবাব তলব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই অন্তর্বর্তী রিপোর্টও নবান্ন থেকে দিল্লি পৌঁছে গিয়েছে বলে এ দিন জানিয়েছেন শুভেন্দু। যদিও রাজ্য সরকার সেই রিপোর্টে ঠিক কী বলেছে, তা নিয়ে সবিস্তারে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন: ধনখড়ের ছবিতে দেবাঞ্জনের দেহরক্ষী! ‘মাঝে মধ্যে খাম-টাম যেত’, বিস্ফোরক দাবি তৃণমূলের
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ ছাড়াও সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করেন শুভেন্দু। প্রায় মিনিট ১৫ দুজনের মধ্যে বৈঠক হয়। আদালতে যখন নন্দীগ্রাম নিয়ে মামলা চলছে, ঠিক সেই সময় সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতবাহী। পাশাপাশি তুষার মেহেতাই বর্তমানে কেন্দ্রের হয়ে নারদ মামলা লড়ছেন হাইকোর্টে। যদিও এই সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু।
আরও পড়ুন: হুইপ জারি তৃণমূলের, অধিবেশনের প্রথমদিন বাধ্যতামূলক বিধায়কদের উপস্থিতি