Resignation Letter: ‘ইউ হ্যাভ সাচ অ্যা লিটিল হার্ট…’, বিস্কুট-চকোলেটে মোড়া এই ইস্তফাপত্র দেখে জিভে জল আসতে বাধ্য!

Viral Post: সুইগি ইন্সটামার্টের তরফে ওই ইস্তফাপত্রটির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ইন্সটামার্ট ব্যবহার করে কীভাবে ইস্তফা দিতে হয়"।

Resignation Letter: 'ইউ হ্যাভ সাচ অ্যা লিটিল হার্ট...', বিস্কুট-চকোলেটে মোড়া এই ইস্তফাপত্র দেখে জিভে জল আসতে বাধ্য!
এই সেই ইস্তফাপত্র।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: চাকরি পাওয়া যেমন কঠিন, তেমনই আবার চাকরি ছাড়াটাও কষ্টসাধ্য অনেকের কাছে। কারণ ইস্তফাপত্র লিখতেই হিমশিম খান অনেকে। কেউ কেউ সহকর্মীদের সাহায্য নেন, কারোর আবার গুগলই ভরসা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতিই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে অভিনব পদ্ধতিতে চাকরি থেকে ইস্তফাপত্রের পোস্ট শেয়ার করে সুইগি ইন্সটামার্ট। ইস্তফাপত্রের ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।  আপনিও যদি চাকরিতে ইস্তফা দেওয়ার পরিকল্পনা করেন, তবে এই ছবি দেখে অনুপ্রেরণা নিতে পারেন।

সুইগি ইন্সটামার্টের তরফে ওই ইস্তফাপত্রটির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ইন্সটামার্ট ব্যবহার করে কীভাবে ইস্তফা দিতে হয়”। ওই ছবিতে দেখা যায়, চকোলেট, বিস্কুট, চা ইত্যাদি দিয়ে ইস্তফাপত্র সাজিয়ে দেওয়া হয়েছে। শেষে লেখা, “সরি ফর ইউর লস। ইউ আর লুসিং অ্যা জেম। ইফ ইউনো, ইউনো।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আপনাদের ক্ষতির জন্য দুঃখিত। আপনারা রত্ন হারালেন। যদি আপনারা বুঝতে পারেন…”

এর মধ্যে নিজেকে রত্ন বলে উল্লেখ করতে জেমসের প্যাকেট লাগানো হয়েছে। অফিসের মন ছোট উল্লেখ করতে ব্যবহার করা হয়েছে ‘লিটিল হার্ট’ বিস্কুটের প্যাকেট। অফিসের সুযোগ-সুবিধা বোঝাতে ‘পার্ক’ চকোলেট ব্যবহার করা হয়েছে।

নেটমাধ্য়মে ওই পোস্ট ভাইরাল হতেই নেটাগরিকরা প্রশ্ন করেন, “এই ক্রিয়েটিভিটি দেখে কি অফিস ইস্তফাপত্র গ্রহণ করবে?”। কেউ আবার লিখেছেন, “এবার চাকরির আবেদন কীভাবে করবেন, তার ছবিও পোস্ট করুন।”