১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে লাগবে AADHAAR, বদলে যাচ্ছে রেলের আরও নিয়ম, টিকিট কাটার আগেই জেনে রাখুন
Railways: জুলাই মাস থেকে বদলে যাচ্ছে ট্রেনের একাধিক নিয়ম। একদিকে যেমন তৎকাল টিকিট বুকিংয়ে নিয়মে বদল হচ্ছে, তেমনই রিজার্ভেশন লিস্টেও বড় বদল আসছে।

নয়া দিল্লি: ট্রেনে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। জুলাই মাস থেকে বদলে যাচ্ছে ট্রেনের একাধিক নিয়ম। একদিকে যেমন তৎকাল টিকিট বুকিংয়ে নিয়মে বদল হচ্ছে, তেমনই রিজার্ভেশন লিস্টেও বড় বদল আসছে। ট্রেনের টিকিট কাটার আগে এই নিয়মগুলি জানা খুব জরুরি। নাহলে সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
সম্প্রতিই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। কী কী সেই পদক্ষেপ, জেনে নেওয়া যাক-
তৎকালের নিয়ম-
১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে বিরাট বদল আসছে। এবার তৎকাল টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে আধার নম্বর লাগবে।
- এক মাত্র ভেরিফায়েড ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে।
- ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে।
- তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন।
- সকাল ১০টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে ১০টার আগে এসি এবং সকাল সাড়ে ১১টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না।
রিজার্ভেশন চার্ট-
১ জুলাই থেকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে নয়, ৮ ঘণ্টা আগেই ট্রেনের চার্ট তৈরি করা হবে। যাত্রীরা ৮ ঘণ্টা আগেই জানতে পারবেন যে তার টিকিট কনফার্ম হয়েছে কি না।
টিকিট বুকিংয়ে দ্রুততা-
টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসছে। আধুনিক সিস্টেমে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে। বর্তমানে প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট কাটা হয়।
কমতে পারে খরচ-
ভারতীয় রেলওয়ে ক্লারিকাল চার্জও কমানোর কথা চিন্তাভাবনা করছে। ওয়েটিং লিস্টে থাকা টিকিট বা ক্যানসেল টিকিটের জন্য যে টাকা রিফান্ড করা হয়, তার উপরে এই ক্লারিকাল চার্জ নেওয়া হত।
রিজার্ভ এসি ও নন-এসির ক্ষেত্রে এই চার্জ ৬০ টাকা এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৩০ টাকা নেওয়া হত। এই চার্জও কমানো হতে পারে।

