খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ঢেউয়ে আনলকে ‘ফার্স্ট’ তেলেঙ্গনা
বিবৃতি দিয়ে কে চন্দ্রশেখর রাওর সরকার জানিয়েছে, ক্যাবিনেট শিক্ষা দফতরকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি সেরে নিতে নির্দেশ দিয়েছে।
হায়দরাবাদ: করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেসেছে গোটা দেশ। দীর্ঘদিন লকডাউনে ছিল একাধিক রাজ্য। আসতে আসতে তালা খুলছে একাধিক রাজ্যের। এই অবস্থায় প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ আনলকের পথে হাঁটল তেলেঙ্গনা (Telengana)। জুলাই মাসের ১ তারিখ থেকে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করছে কে চন্দ্রশেখর রাওর সরকার।
বিবৃতি দিয়ে কে চন্দ্রশেখর রাওর সরকার জানিয়েছে, ক্যাবিনেট শিক্ষা দফতরকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি সেরে নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে করোনাবিধি বজায় রাখার বিষয়েও নির্দেশিকা প্রকাশের কথা বলেছে ক্যাবিনেট। গত বছর লকডাউন হওয়ার পর থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। একাধিক রাজ্যে মাঝে একবার স্কুল খোলার চেষ্টা করেও ব্য়র্থ হয়।
কারণ, স্কুল খোলার সঙ্গে সঙ্গেই ছড়াতে শুরু করে কোভিড। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সারা দেশে দেখা দেয় অক্সিজেন সঙ্কট। সঙ্কটময় পরিস্থিতিতে অনলাইনেই চলছিল পড়াশোনা। এ বার অফলনাইনে পড়াশোনার শুরু করছে তেলেঙ্গনা। মুখ্যমন্ত্রীর অফিসের তরফে ফেসবুকে একটি পোস্টে লেখা হয়েছে, “সম্পূর্ণ আনলকের সিদ্ধান্ত একাধিক স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হয়েছে।” পজিটিভিটি রেট কমার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গনা। ৯ জুন ১০ দিনের জন্য লকডাউন বাড়িয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। এরপরই আনলকের সিদ্ধান্ত জানায় ক্যাবিনেট।
আরও পড়ুন: ভোটের আগে যোগীরাজ্যে উচ্চপদে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা