নয়াদিল্লি: চব্বিশের নির্বাচনের পর প্রথম লোকসভার অধিবেশন। সেখানে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন আলোচনায় কেন্দ্রকে নিশানা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর সেই নিশানা করতে গিয়ে সংসদেই শিবের ছবি তুলে ধরেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “যারা নিজেদের হিন্দু হিন্দু বলে তারা ২৪ ঘণ্টা হিংসার কথা বলছে।” তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। এবার রাহুলের মন্তব্য নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা লক্ষ্মণ সিং। সংসদে রাহুলের এই মন্তব্য অশোভনীয় এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করলেন তিনি।
সোমবার সংসদে শিবের ছবি দেখিয়ে রাহুল বলেন, শিবের এই ছবি অহিংসার প্রতীক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সময় তাঁরা অহিংসার পথে হেঁটেছেন। এরপরই তিনি বলেন, “যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা আর ঘৃণার কথা বলেন। মানুষকে ভয় দেখান।” রাহুলের এই মন্তব্য নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।” তখনই বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করে রাহুল বলেন, “বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়।”
সংসদের মধ্যে রাহুলের এই মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, হিংস্র বলার জন্য দেশের সব হিন্দুর কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীজিকে। আবার মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদের বলেন, কেউ যেন সংসদে রাহুল গান্ধীর মতো আচরণ না করেন।
বিজেপির পাশাপাশি এবার কংগ্রেসের অন্দরেই রাহুলের এই মন্তব্যের বিরুদ্ধে রব উঠল। বর্ষীয়ান কংগ্রেস নেতা লক্ষ্মণ সিং রাহুলের মন্তব্যের সমালোচনা করলেন। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিং একাধিকবার মধ্যপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছেন। সাংসদও হয়েছেন একাধিকবার। মাঝে কয়েক বছর বিজেপিতে গেলেও ২০১৩ সালে ফের কংগ্রেস ফিরে আসেন তিনি। এদিন সেই লক্ষ্মণ সিং নিজের এক্স হ্যান্ডলে লেখেন, সংসদে হিন্দু নিয়ে মন্তব্য অশোভনীয় এবং অপ্রয়োজনীয়। সংসদে শুধুমাত্র জনতা এবং দেশ সম্বন্ধীয় ইস্যু উত্থাপন করা উচিত।
संसद में “हिंदुओं”पर की गई टिप्पणी अशोभनीय है और अनावश्यक भी।केवल और केवल जनता और देश से जुड़े मुद्दे उठाना ही उचित होगा। @INCIndia @INCMP
— lakshman singh (@laxmanragho) July 1, 2024
চব্বিশের লোকসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। ২০১৪ সাল থেকে দশ বছর লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য নির্দিষ্ট আসন পায়নি কোনও বিরোধী দল। সদ্য সমাপ্ত নির্বাচনে সেই মর্যাদা পেয়েছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। আর বিরোধী দলনেতা হয়ে সংসদে তাঁর প্রথম ভাষণ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের একাংশও যে রাহুলের এই মন্তব্য ভালভাবে নেয়নি, লক্ষ্মণ সিংয়ের বক্তব্যে তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।