Cremation: কবর দেওয়ার জায়গা পেলেন না, রাস্তা খুঁড়ে মৃতদেহ চাপা দিলেন প্রিয়জনরা
এই ঘটনার খবর জানতে পারেন স্থানীয় তেহশিলদার। তিনি ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি পরিদর্শন করেন। কবরের জন্য জমির ব্যবস্থা করার আশ্বাস গ্রামবাসীদের দিয়েছেন তিনি। যাঁরা কবর দিতে বাধা দিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে আরাসিকেরে থানায় অভিযোগও দায়ের হয়েছে।
বেঙ্গালুরু: দেহ সৎকারের জন্য যেমন শ্মশান থাকে, তেমনই কবর দেওয়ার জন্যও স্থান নির্দিষ্ট করা থাকে। কিন্তু রাস্তার মধ্যে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই পরিবারে মৃত ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে কবর দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার জমি মালিক বিরোধিতা করেন বলে অভিযোগ। এর পর রাস্তা খুঁড়ে করব দেয় ওই পরিবার। সম্প্রতি এই ঘটনা ঘটেছে কর্নাটকের পাওয়াগাদ তালুকের কাঠাগনহাল্লিতে।
এই ঘটনার খবর জানতে পারেন স্থানীয় তেহশিলদার। তিনি ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি পরিদর্শন করেন। কবরের জন্য জমির ব্যবস্থা করার আশ্বাস গ্রামবাসীদের দিয়েছেন তিনি। যাঁরা কবর দিতে বাধা দিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে আরাসিকেরে থানায় অভিযোগও দায়ের হয়েছে।
অন্য দিকে এই কবর নিয়ে বিবাদের সময় এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। কবর দেওয়ার জমি নিয়ে যখন বিবাদ চলছিল তখন পাঁচ মাসের ওই অন্তঃসত্ত্বা মহিলা বিবাদ মেটাতে সেখানে এসেছিলেন। তখনই তাঁর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এর জেরে ভ্রুণের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর পর ওই মহিলা ও তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনা নিয়েও একটি মামলা দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি।