Ganesh Chaturthi: গণপতির আরাধনায় ৩৬০ কোটির বিমা! এই গণেশের গায়ে কত সোনা রয়েছে জানেন?
Ganesh Puja in Mumbai: সবথেকে ‘ধনী গণেশ’-এর সম্ভব্য তালিকায় থাকে এই জিএসবি সেবা মণ্ডলের পুজো। এ বছরও তাদের গণেশ প্রতিমায় সেই ছোঁয়া রয়েছে। সাড়ে ৬৬ কেজি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে গণপতিকে। সঙ্গে থাকছে ২৯৫ কেজিরও বেশি রুপোর সাজসজ্জা।
মুম্বই: আরব সাগরের তীরে মহা ধূমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। প্রতিবছরই জাঁকজমক করে গণেশ পুজো হয় মুম্বইয়ে। দেশের সবথেকে ‘ধনী গণেশ’-এর পুজোও হয় এই মুম্বইয়ে। আর এ ব্যাপারে বাণিজ্য নগরীর জিএসবি সেবা মণ্ডলের ‘মহাগণপতি’ আরাধনা প্রতি বছরই এগিয়ে থাকে। সবথেকে ‘ধনী গণেশ’-এর সম্ভব্য তালিকায় থাকে এই জিএসবি সেবা মণ্ডলের পুজো। এ বছরও তাদের গণেশ প্রতিমায় সেই ছোঁয়া রয়েছে। সাড়ে ৬৬ কেজি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে গণপতিকে। সঙ্গে থাকছে ২৯৫ কেজিরও বেশি রুপোর সাজসজ্জা। এছাড়া আরও অন্যান্য মূল্যবান সামগ্রীও ব্যবহার হয়েছে গণেশ প্রতিমাকে সাজাতে।
বাণিজ্য নগরী মুম্বইয়ের এই পুজো এবার ৬৯ তম বছরে পা রাখল। পূর্ব মুম্বইয়ের এই পুজোয় প্রতিবছরই গণপতিকে সাজানো হয় দামী অলঙ্কারে। তা নিয়ে মুম্বই শহরে তো বটেই গোটা মহারাষ্ট্রে এমনকী অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও এই জিএসবি সেবা মণ্ডলের যথেষ্ট পরিচিতি রয়েছে। এত দামী সাজসজ্জার কারণে নিরাপত্তার দিকেও বাড়তি নজর দেওয়া হয় এখানে। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তার জন্য এবার পূর্ব মুম্বইয়ের এই পুজোয় ফেশিয়াল রিকগনিশন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ, পুজো মণ্ডপে কে কখন ঢুকছে, সেই সব ধরা পড়বে ওই ক্যামেরায়।
ওই পুজো কমিটির এক উদ্যোক্তা জানাচ্ছেন, ‘এই বছরের পুজোর জন্য জিএসবি সেবা মণ্ডল ৩৬০ কোটি ৪০ লাখ টাকার বিমা করেছে। যাঁরা প্রতিমা দর্শন করতে আসবেন, তাঁদের জন্য পুজো কমিটির তরফে কিউআর কোড ও ডিজিটাল লাইভ মেকানিজ়মের ব্যবস্থাও করা হয়েছে।’
জিএসবি সেবা মণ্ডলের গণপতি আরাধনায় অন্যান্য রীতি-রেওয়াজের পাশাপাশি হোম-যজ্ঞের ব্যবস্থাও করা হয়েছে। উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির সফলভাবে নির্মিত হওয়া ও তা সর্বসাধারণের জন্য খুলে যাওয়ার প্রার্থনা করে এই হোমের আয়োজন করছে জিএসবি সেবা মণ্ডল।