Loksabha Election: নেতারাও গরিব হয়! লোকসভা ভোটের এই প্রার্থীর সম্পত্তি ৩২০ টাকার
Loksabha Election: এডিআর বা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর এক প্রার্থী পোনরাজ কে-র সম্পত্তির অঙ্ক মাত্র ৩২০ টাকা। আর কংগ্রেস প্রার্থী নকুল নাথের সম্পত্তি মাত্র ৭১৭ টাকা। এছাড়া কোটিপতিদের তথ্যও প্রকাশ্যে এসেছে।
নয়া দিল্লি: ভোটের দিন এগিয়ে এসেছে। প্রথম দফার প্রার্থীদের মনোনয়নও পেশ করা হয়ে গিয়েছে। হলফনামা থেকে উঠে আসছে প্রার্থীদের সম্পর্কে একের পর এক তথ্য। সাধারণ মানুষ মনে করেন নেতা মানেই ধনী। তাই হলফনামায় কে, কত সম্পত্তির কথা উল্লেখ করলেন, তা নিয়ে উৎসাহী থাকেন অনেকেই। তবে সবথেকে কম সম্পত্তি কার আছে, সেটাও তো জানা জরুরি। যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে জানা যাচ্ছে একজন প্রার্থীর সম্পত্তির পরিমাণ মাত্র ৩২০ টাকা। তিনিই সবথেকে কম সম্পত্তির অধিকারী বলে জানা যাচ্ছে।
এডিআর বা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর এক প্রার্থী পোনরাজ কে-র সম্পত্তির অঙ্ক মাত্র ৩২০ টাকা। আর কংগ্রেস প্রার্থী নকুল নাথের সম্পত্তি মাত্র ৭১৭ টাকা।
এডিআর রিপোর্টে ১০২টি কেন্দ্রের ১৬১৮ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রথম দফার প্রার্থীদের মধ্যে ২৮ শতাংশ প্রার্থীকে কোটিপতি বলা যায়। অর্থাৎ তাঁদের প্রত্যেকের সম্পত্তির পরিমাণ ১ কোটি বা তার বেশি। আরও জানা গিয়েছে যে, কোটিপতি প্রার্থীদের মধ্যে রয়েছে ৪ জন আরজেডি, ৩৫ জন এআইডিএমকে, ২১ জন ডিএমকে, ৬৯ জন বিজেপি, ৪৯ জন কংগ্রেস, ৫ জন তৃণমূল ও ১৮ জন বিএসপি প্রার্থী রয়েছেন।
এছাড়া যাঁদের কম সম্পত্তি রয়েছেন, তাঁরা হলেন মহারাষ্ট্রের কার্তিক গেন্দলাজি দোকে, তামিলনাড়ুর সুরিয়ামুথু- এদের সম্পত্তির অঙ্ক ৫০০ টাকা। তামিলনাড়ুর জি ধোমোধারনের সম্পত্তি ১০০০ টাকার, পুদুচেরীর জে সেবাস্তিয়ানের সম্পত্তি ১৫০০ টাকা। এছাড়া তামিলনাড়ুর সুরেশ কে, পালানিসামি কে, পি গোবিন্দারাসু ও পুদুচেরীর এস সতীশ কুমারের সম্পত্তি ২০০০ টাকার।