Jammu and Kashmir Encounter : মোদীর সফরকালীনই উপত্যকায় এনকাউন্টার, নিকেশ তিন জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 24, 2022 | 8:01 PM

Jammu and Kashmir Encounter : মোদী সফরের মধ্যেই উপত্যকায় এনকাউন্টার। এনকাউন্টারে নিকেশ দুই জই

Jammu and Kashmir Encounter : মোদীর সফরকালীনই  উপত্যকায় এনকাউন্টার, নিকেশ তিন জঙ্গি
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

শ্রীনগর : মোদীর সফরের মধ্যে উপত্যকায় গুলির লড়াই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে। উপত্য়কায় আবারও সফল অভিযান নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত তিন সন্ত্রাসবাদী। তিনজনেই লস্কর-ই-তৈবা গোষ্ঠীর জঙ্গি বলে জানা গিয়েছে। রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাহুতে এই এনকাউন্টার হয়।

গত তিনদিনে এই নিয়ে চারটি এনকাউন্টার হল জম্মু ও কাশ্মীরে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পাহুতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়া গিয়েছিল। তারপরই সেখানে তল্লাশি অভিযান চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে। এই অভিযানের সময়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। তারপরই গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে।

রবিবার জম্মু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে জম্মুর সাম্বাতে একটি জনসভাও করেন তিনি। সেখান তিনি জনগণের উদ্দেশে বক্তৃতাও দেন। তাঁর জম্মু সফরের মধ্যেই আবারও এনকাউন্টারের ঘটনা দেখা গেল উপত্যকায়। গতকালই প্রধান মন্ত্রীর সফরের আগে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে নিধন করা হয়েছিল। তার আগের দিনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় দুই জঙ্গির। উপত্যকায় মোদীর সফরের আগে তাই নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল জম্মুর সাম্বা জেলার পল্লি গ্রাম। সেখানেই এদিন বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন : GMC Election 2022 : উত্তর-পূর্বেও উঠবে ঝাড়ুর ঝড়! গুয়াহাটি পৌরসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে খাতা খুলল আপ

আরও পড়ুন : PK-KCR Meet : কংগ্রেস যোগের জল্পনার মাঝেই পিকে-কেসিআর সাক্ষাৎ,ভোটকুশলীর মাথায় কোন সমীকরণ?

আরও পড়ুন : Prayagraj Killings: ‘যোগীর পাশাপাশি দায় নিতে হবে মোদীকেও’, প্রয়াগরাজে পা রেখেই তোপ দোলার

Next Article