GMC Election 2022 : উত্তর-পূর্বেও উঠবে ঝাড়ুর ঝড়! গুয়াহাটি পৌরসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে খাতা খুলল আপ
GMC Election 2022 : গুয়াহাটি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। একটি আসনে জয় পেয়েছে আপ। এদিকে কংগ্রেস কোনও আসনেই জয়ী হতে পারেনি।
গুয়াহাটি : অসমের আবারও নিজের আধিপত্য বজায় রাখল ভারতীয় জনতা পার্টি (BJP)। গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। কিন্তু এর পাশাপাশি উত্তর-পূর্বে এই প্রথম খাতা খুলল আম আদমি পার্টি। গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি আসন গেল আপের ঘরে। আপ প্রার্থী মাসুমা বেগম ৪২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। রবিবার আপের তরফে টুইটে জানানো হয়েছে, “গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের আমাদের প্রার্থী মাসুমা বেগম গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ২০২২ এ জয়ী হয়েছেন। তিনি আম আদমি পার্টিকে পথচলা শুরু করতে সাহায্য করেছেন। মাসুমাকে অভিনন্দন।”
Our candidate for GMC's ward no 42, Masuma Begum wins to help @AamAadmiParty make its debut in the #GMCElections2022. Counting for other wards still on process.
Congratulations to Masuma.? @ArvindKejriwal pic.twitter.com/aTJ2A3HYW5
— AAP Assam (@AAP4Assam) April 24, 2022
গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ৬০ টি ওয়ার্ড রয়েছে। সেখানে বিজেপি ও অসম গণ পরিষদ (AGP) জোট ৫৮ টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিজেপিই জিতেছে ৫২ টি আসন। এবং এজিপি পেয়েছে ৬ টি আসন। একটি আসনে জয়ী হয়েছে আপ (AAP)। পঞ্জাব নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আপ। সেখানে কংগ্রেসকে রীতিমতো ধরাসায়ী করে দিয়েছে তারা। তারপরই ধীরে ধীরে অন্যান্য রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করছে তারা। সেই লক্ষ্যে গুয়াহাটি পুরসভায় একটি আসনও পাওয়া আশাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে গুয়াহাটি পৌরসভা নির্বাচনে একটি আসন পেয়েছে অসম জাতীয় পার্টি (AJP)। তবে ভাগ্য খোলেনি কংগ্রেসের। ৬০ টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস। ৫৫ টি আসেন প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তবে একটি আসনেও নিজেদের জয় হাসিল করতে পারেনি তারা। পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর আরও একটি হার কংগ্রেসের ঘরে।
এদিকে আজ ফল প্রকাশের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গুয়াহাটির মানুষদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি একটি টুইট বার্তায় লিখেছেন,”জিএমসি নির্বাচনে বিজেপি ও তার জোটসঙ্গীদের ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমি গুয়াহাটির জনগণের কাছে মাথা নত করছি। এই বিশাল মতদানের মাধ্যমে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে আমাদের উন্নয়নের যাত্রার উপর তাঁদের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করেছে।”
আরও পড়ুন : PK-KCR Meet : কংগ্রেস যোগের জল্পনার মাঝেই পিকে-কেসিআর সাক্ষাৎ,ভোটকুশলীর মাথায় কোন সমীকরণ?