TMC delegates: উপনির্বাচনের ৪ দিন আগে কমিশনে তৃণমূল, হঠাৎ কী হল?

TMC delegates: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করে। কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব করছে, এমন কোনও অভিযোগ আসেনি।"

TMC delegates: উপনির্বাচনের ৪ দিন আগে কমিশনে তৃণমূল, হঠাৎ কী হল?
দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 9:18 PM

নয়াদিল্লি: চারদিন পর বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। আর আগে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দল। শনিবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে যান। কিন্তু, নির্বাচন কমিশনের কোনও সদস্য এদিন অফিসে ছিলেন না। ফলে নিজেদের অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। আগে থেকে জানানো সত্ত্বেও কমিশনের কোনও সদস্য না থাকায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রতিনিধিরা।

তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকালই আমরা সময় চেয়েছিলাম। কিন্তু, দ্বিতীয় শনিবার বলে কোনও অফিসার উপস্থিত ছিলেন না। দেশে যখন নির্বাচন চলছে, তখন এই ছবি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন ক্লার্কের কাছে আমাদের ডেপুটেশন জমা দিয়ে আসতে হয়েছে।” তিনি জানান, মূলত দুটি অভিযোগ নিয়ে এদিন তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন।

কী কী সেই অভিযোগ?

এই খবরটিও পড়ুন

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনীর পক্ষে এলাকার ভাষা বোঝা, এলাকা চেনা সম্ভব হয় না। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশের থাকার কথা। কিন্তু, এবার রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না। আবার বিজেপির স্থানীয় নেতারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়েছেন। বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আমরা চাই, নির্বাচন কমিশন নির্দেশ দিক যে নিয়ম-নীতি মেনে যেন চলে কেন্দ্রীয় বাহিনী।”

তৃণমূলের দ্বিতীয় অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সম্প্রতি পুলিশকে অশোক স্তম্ভ সরিয়ে হাওয়াই চটির প্রতীক লাগানোর কথা বলেছেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই মন্তব্য করে অশোক স্তম্ভকে অপমান করা হয়েছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। একইসঙ্গে তাঁরা চান, প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদারকে ডেকে পদত্যাগ করতে বলুন।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করে। কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব করছে, এমন কোনও অভিযোগ আসেনি।” আর তাঁর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “চোরের মায়ের বড় গলা। তৃণমূলের নেতারা বিধিনিষেধ লঙ্ঘন করে সভা করেন। আমি তো কিছুই বলিনি। আমি এখনও বলছি, যেসব পুলিশ অফিসার জনগণের টাকা নিয়ে একটি বিশেষ দলের দালালি করে, তাঁদের অশোক স্তম্ভ রাখার নৈতিক অধিকার নেই। অশোক স্তম্ভ রাখতে গেলে নিরপেক্ষ হতে হয়।”

এরপরই তিনি বলেন, “সুকান্ত মজুমদার ওদের অভিযোগে ভয় পায় না। আমি নিজের পথে চলছি। আগামিদিনেও চলব।” তৃণমূল তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে শুনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “মামার বাড়ির আবদার তো।”

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?