SIR in Bengal: জ্ঞানেশের টেবিলে পাঁচ প্রশ্ন সঙ্গে মৃতের তালিকা রাখল তৃণমূল, কী উত্তর দিল কমিশন?

West Bengal SIR News: বলে রাখা প্রয়োজন, সোমবার ভার্চুয়াল বৈঠক থেকেই এই ১০ সদস্যের দল গড়ে দিয়েছিলেন খোদ অভিষেকই। যাতে রয়েছেন, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে।

SIR in Bengal: জ্ঞানেশের টেবিলে পাঁচ প্রশ্ন সঙ্গে মৃতের তালিকা রাখল তৃণমূল, কী উত্তর দিল কমিশন?
তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Nov 28, 2025 | 2:21 PM

নয়াদিল্লি: একুশ জুলাই শহিদ মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে সমস্য়া তৈরি হলে বাংলা পেরিয়ে দিল্লি যেতে সময় লাগবে না। কয়েক মাসের ব্য়বধান। বাংলায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু হওয়ার দিন কয়েকের মধ্যে দিল্লিতে কমিশনের দুয়ারে পৌঁছে গেল তৃণমূলের একটি প্রতিনিধি দল।

শুক্রবার সকালে দলের রাজ্য়সভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল চলে গেল কমিশনের দফতরে। বলে রাখা প্রয়োজন, সোমবার ভার্চুয়াল বৈঠক থেকেই এই ১০ সদস্যের দল গড়ে দিয়েছিলেন খোদ অভিষেকই। যাতে রয়েছেন, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে।

এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সঙ্গে সাক্ষাৎ করেন ডেরেক-রা। প্রায় দু’ঘণ্টা ধরে চলেছে বৈঠক। এই বৈঠক শুরুর আগেই জ্ঞানেশ কুমারের হাতে একটি তালিকা তুলে দেন তৃণমূল সাংসদরা। এটা মৃতের তালিকা। ডেরেকের কথায়, ‘SIR-এর জেরে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই মৃতদের তালিকাই আমরা কমিশনারের হাতে তুলে দিয়েছি। ওদের হাতে রক্ত লেগে রয়েছে।’

এদিন কমিশনের বৈঠকে মোট পাঁচটি প্রশ্ন তুলে ধরে তৃণমূলে প্রতিনিধি দল। সেগুলি হল –

১) ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের বাদ দিতেই কি শুধু এসআইআর শুরু হয়েছে? তা হলে ত্রিপুরা বাদ কেন?

২) যাদের কমিশন ভুয়ো বলছে, তাঁদের ভোটে তো আমরা নির্বাচিত হয়েছি, মোদী সরকারও নির্বাচিত হয়েছে, তা হলে কী কেন্দ্র-রাজ্য সরকার অবৈধ?

৩) বিএলও-দের মৃত্যুর দায় কি কমিশন নেবে? কী পদক্ষেপ নেওয়া হবে?

৪) বাংলাতে বিজেপি নেতারা যখন বলছেন, ১ কোটি ভোটার বাদ যাবে, মানুষকে ভয় দেখাচ্ছেন, কেন ওদের থামানো হচ্ছে না?

৫) বিহারে নির্বাচনের আগে মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়া হল। কিন্তু এখানে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ পর্যন্ত রাজি নয় কমিশন, কেন?

কিন্তু এই কোনও প্রশ্নেরই উত্তর কমিশন দেয়নি বলেই দাবি তৃণমূল সাংসদদের। সাংবাদিক বৈঠক থেকে ডেরেক বলেন, ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়। আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই। শতাব্দী যখন মৃতের তালিকাটা জ্ঞানেশ কুমারকে দিলেন, তখন তিনি অবাক। আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম। জ্ঞানেশ কুমার নানান উত্তর দিয়েছেন। শুধু এই পাঁচটা বাদে।’