আগরতলা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর তৃণমূলের লক্ষ্য যে ত্রিপুরা তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই লক্ষ্যে সংগঠন ও জনসংযোগকে মজবুত করার লক্ষ্যে রবিবার সকালেই দু’দিনের সফরে ত্রিপুরা উড়ে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা পৌঁছে এদিন চতুর্দশা মন্দিরে পুজো দেন অভিষেক। তৃণমূল ত্রিপুরাতে পা রাখার পর থেকে বারবার উত্তর পূর্বের এই রাজ্যে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। অনেকবার বিজেপি ও তৃণমূল সংঘর্ষে আগরতলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে। ত্রিপুরার পুর নির্বাচনে কোনও আসন জয় না পেলেও ভোট বাড়িয়েছে তৃণমূল।
এদিন চতুর্দশা মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। তাৎপর্যপূর্ণ ভাবে আশাপাশ থেক মাইকে ‘জয় শ্রী রাম’ ও বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র গলায় ‘এই তৃণমূল আর না’ গান বাজতে শোনা গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “নতুন বছরের শুরুতেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এবং এই মন্দিরে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। সমগ্র ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করছি। আমরা ত্রিপুরা মাটি থেকেই আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াই করব। ত্রিপুরাতে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়বে না। যুদ্ধক্ষেত্রে তৃণমূল থাকবে। তিন মাস ধরে তৃণমূল ত্রিপুরাতে কার্যকলাপ শুরু করেছে। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, অবাধ সন্ত্রাসের মধ্যেও ভাল ফল করেছে তৃণমূল। প্রার্থীরা যেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেখানে আমরা রাজ্যে ২৪ শতাংশ ভোট পেয়েছি। আগরতলাতে তৃণমূল ২০ শতাংশ ভোট পেয়েছে। বিধানসভা নির্বাচনের এখনও এক বছর বাকি। একবছরে অনেক কিছু হবে।”
সাংবাদিকদের সঙ্গে অভিষেকের কথোপকথনের সময় মন্দিরের আশাপাশে মাইকে ‘জয় শ্রী রাম’ গান বাজানো হচ্ছিল। সেই নিয়েও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, “আমি মন্দিরে পুজো দিতে এসেছিলাম। যারা নিজের হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে মনে করেন, তার আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না। ডিজে বক্স বাজানো হচ্ছে। বিপ্লব দেব দেউলিয়া হয়ে গিয়েছে। আমাদের কর্মীদের মারা হচ্ছে, পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মগের মূলুকে পরিণত হয়েছে ত্রিপুরা।”
অভিষেক জানিয়েছেন, ”বিজেপির বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, তৃণমূল লড়ছে। এখানে কোনও কাজ হয়নি। রাস্তাঘাটের অবস্থা খারাপ। কলেজ ইউনিভার্সিটি কিছুই হয়নি। বাংলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করা মানায় না।” বিপ্লব দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, “সাহস থাকলে রিপোর্ট কার্ড নিয়ে আমাপ মুখোমুখি বসুন। আমি বলব বাংলায় কী উন্নয়ন হয়েছে, আর আপনি বলবেন ত্রিপুরাতে কী উন্নয়ন হয়েছে।”