Pahalgam Attack: ‘জঙ্গিদের কি খতম করা হয়েছে নাকি পাকিস্তানে পালিয়ে গিয়েছে?’, পহেলগাঁও নিয়ে বিদেশসচিবকে প্রশ্ন অভিষেকের

Parliamentary Committee Meeting: পহেলগাঁও হামলার পর থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছিল বিরোধী তৃণমূল। সন্ত্রাসহানার যে বদলা নিতেই হবে, সেই পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ঘাসফুল শিবির।

Pahalgam Attack: জঙ্গিদের কি খতম করা হয়েছে নাকি পাকিস্তানে পালিয়ে গিয়েছে?, পহেলগাঁও নিয়ে বিদেশসচিবকে প্রশ্ন অভিষেকের
বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডান দিকে বিক্রম মিস্রিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

May 20, 2025 | 10:41 AM

নয়াদিল্লি: সোমবার পহেলগাঁও হামলা ও তার পরবর্তী অপারেশন সিঁদুর প্রসঙ্গে সংদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের বিদেশসচিব বিক্রম মিস্রি। ভারত-পাক উত্তেজনা ও পরবর্তীতে সংঘর্ষ বিরতির পথে হাঁটা, প্রতিটি বিষয়ে সংসদীয় কমিটির সদস্যদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বেই আয়োজন হয়েছিল বৈঠকের। সেখানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৈঠকে পহেলগাঁও হামলা নিয়ে কৌশলী প্রশ্ন ছুড়েছেন অভিষেক। অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিয়ে যখন উত্তর দিচ্ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রি। তখন অভিষেক প্রশ্ন করেন, ‘পহেলগাঁওয়ে ওই চার জঙ্গি কীভাবে ঢুকল? তাদের কি নিকেশ করতে পেরেছে সেনা? যদি না করতে পারে, তাহলে তারা এখন কোথায় রয়েছে, সেই নিয়ে সরকারের কাছে কি কোনও তথ্য আছে? নাকি একেবারে পাকিস্তানেই পালিয়ে গিয়েছে ওই জঙ্গিরা?’

তবে তৃণমূলের সাংসদের এই একটা প্রশ্নেরও উত্তর দেননি বিদেশসচিব। পহেলগাঁও হামলার পর থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছিল বিরোধী তৃণমূল। সন্ত্রাসহানার যে বদলা নিতেই হবে, সেই পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ঘাসফুল শিবির। বদলা নেওয়া হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পাক জঙ্গি ঘাঁটি। কিন্তু এখনও পহেলগাঁওয়ে হামলা চালানো সেই TRF জঙ্গিদের নিয়ে কোনও তথ্য দেয়নি কেন্দ্র। এবার সেই প্রসঙ্গেই প্রশ্ন তুলে দিলেন অভিষেক।

সোমের সংসদীয় বৈঠকে ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিষেক। গত ১০ মে নিজের এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তাঁর মধ্য়স্থতাতেই সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত-পাকিস্তান। ট্রাম্প যখন ঘোষণা করেন তখনও এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট এভাবে নাক গলানো নিয়ে ক্ষোভ চড়িয়েছিল দেশের বিরোধী শিবির। তবে সোমবার বিদেশ সচিব জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনও ভূমিকা নেই ট্রাম্পের।