Mamata Banerjee: ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে’, আসন সমঝোতায় আলোচনার দরজা খুললেন মমতা
Mamata Banerjee: বাংলায় কি কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটবে তৃণমূল? সাংবাদিকের প্রশ্ন মমতার স্পষ্ট জবাব, 'কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। আমার কোনও সমস্যা নেই, যদি তাদের (কংগ্রেসের) দিক থেকে ন্যায্য কিছু বলা হয়। বাংলায় এখন তাদের মাত্র দু'টি আসন রয়েছে। আলোচনার জন্য আমার দিক থেকে দরজা খোলা রয়েছে।"
নয়া দিল্লি: ভোট ময়দানে ইন্ডিয়া জোটের ব্লু প্রিন্ট কীরকম হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে চর্চা হচ্ছে একের বিরুদ্ধে একের লড়াই নিয়ে। সব জায়গায় কি তা সম্ভব হবে? প্রাদেশিক সমীকরণ কোথায় কেমন অবস্থায় রয়েছে? এসব নিয়ে প্রতিনিয়ত চর্চা হচ্ছে জাতীয় রাজনীতিতে। নজর রয়েছে বাংলার দিকেও। ইন্ডিয়া জোটের সিপিএম, কংগ্রেস, তৃণমূল… বাংলায় কীভাবে লড়বে? তা নিয়েও চর্চা চলছে। এসবের মধ্যেই সোমবার দিল্লি থেকে বাংলার আসন সমঝোতা নিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান বুঝিয়ে দিলেন। বাংলায় কি কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটবে তৃণমূল? সাংবাদিকের প্রশ্ন মমতার স্পষ্ট জবাব, ‘কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। আমার কোনও সমস্যা নেই, যদি তাদের (কংগ্রেসের) দিক থেকে ন্যায্য কিছু বলা হয়। বাংলায় এখন তাদের মাত্র দু’টি আসন রয়েছে। আলোচনার জন্য আমার দিক থেকে দরজা খোলা রয়েছে।”
কিন্তু তৃণমূলের সঙ্গে আসতে হলে কি বাংলায় কংগ্রেসকে বামেদের হাত ছাড়তে হবে? এমন কোনও শর্ত কি দেওয়া হবে? যদিও এই বিষয়টি পুরোপুরি কংগ্রেস শিবিরের উপরেই ছেড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, “এটা তাদের সিদ্ধান্ত। অন্য রাজনৈতিক দলের বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।”
এদিকে বিরোধীদের ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর বক্তব্য, “আমরা এখন এটাই দেখতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাবেন, তাঁর সঙ্গে বিমান বসু, সুজন চক্রবর্তী যাবেন। এই দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এটা একটা ঐতিহাসিক দৃশ্য হবে।”