AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shocking: পুলিশের হাত থেকে বাঁচতে ফুটপাতে SUV, কয়েকজনকে ধাক্কা মেরে দু-চাকার গাড়িকে টেনে নিয়ে গেল, তারপর…

Shocking: পুলিশের হাত থেকে রেহাই পেতে টয়োটার ইনোভার চালক ফুটপাতে গাড়ি তুলে দেন। ফুটপাতে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মেরে, দু-চাকার দুটি গাড়িকে পিষে দিয়ে একটি গাড়িকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে এগিয়ে যায়।

Shocking: পুলিশের হাত থেকে বাঁচতে ফুটপাতে SUV, কয়েকজনকে ধাক্কা মেরে দু-চাকার গাড়িকে টেনে নিয়ে গেল, তারপর...
দু-চাকার গাড়িকে টেনে নিয়ে গেল এসইউভি।
| Edited By: | Updated on: May 22, 2023 | 9:22 PM
Share

চেন্নাই: গাড়িতে ভিন রাজ্যের নম্বরপ্লেট লাগানো। রুটিন নজরদারির চালানোর সময় দ্রুত গতিতে আসা সেই টয়োটা ইনোভা (Toyota Innova) গাড়িটির নম্বরপ্লেট কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের নজর এড়ায়নি। তাঁরা গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু, পুলিশের হাত থেকে বাঁচতে টয়োটা ইনোভা গাড়ির চালক গতি বাড়িয়ে এগিয়ে চলে এবং সামনে থাকা একটি বাসকে ওভারটেক করে এগিয়ে যায়। তারপর যানজটে গাড়িটি থমকে যেতে বাধ্য হলে পুলিশের গাড়িও পিছনে চলে আসে। তখন পুলিশের হাত থেকে রেহাই পেতে টয়োটার ইনোভার চালক ফুটপাতে গাড়ি তুলে দেন। ফুটপাতে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মেরে, দু-চাকার দুটি গাড়িকে পিষে দিয়ে একটি গাড়িকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে এগিয়ে যায়। সোমবার দুপুরে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে তামিলনাড়ুর (Tamilnadu) কৃষ্ণগিরি এলাকা।

পুলিশ জানায়, তামিলনাড়ু ও কর্নাটকের সীমান্তবর্তী আথিপাল্লি এলাকায় নাকা চেকিং চলছিল। নাকা চেকিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে টয়োটা ইনোভা গাড়িটি। গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল, সেটা কর্নাটকের নয়। ফলে সন্দেহ আরও জোরাল হয়। তারপর গাড়িটি পুলিশের নাগাল থেকে বেরোতে যেভাবে গতি বাড়িয়ে ছুটে চলে, তা আরও সন্দেহ বাড়িয়েছে। SUV গাড়িটি ফুটপাতে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা দিয়ে দুটি গাড়িকে পিষে দেয় এবং একটি গাড়িকে ৩০০ মিটার টেনে নিয়ে যায়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শেষ পর্যন্ত গাড়িটি ধরা যায়নি। গাড়ি নিয়েই পালিয়েছেন চালক। ফলে গাড়িটি কোন রাজ্যের এবং পুলিশের থেকে আড়াল করার মতো গাড়ির ভিতরে কিছু ছিল কিনা, তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির চালকের খোঁজ শুরু হয়েছে।