Trinamool Congress: অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেল না কেউ! ইউসুফের ইফতার পার্টি থেকেই বিরোধী ঐক্যের বার্তা তৃণমূলের?

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Mar 20, 2025 | 10:25 PM

Trinamool Congress: এদিনের ইফতার পার্টিতে বসল চাঁদের হাট। অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আর এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বাসভবনে ইফতারের আয়োজন করেছিলেন ইউসুফ।

Trinamool Congress: অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেল না কেউ! ইউসুফের ইফতার পার্টি থেকেই বিরোধী ঐক্যের বার্তা তৃণমূলের?
ইউসুফের পার্টিতে চাঁদের হাট
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ভোটের আবহে তাতছে বঙ্গের মাটি। ২১৪-র টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে আবার ১৮০-র টার্গেটের কথা শোনা যেতেই তা নিয়ে বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে জল্পনার অন্ত নেই! এদিকে কিছুদিন আগেই তৃণমূলের হয়ে বাংলার বুকেই ব্যাট ধরেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা ইউসূফ পাঠান। বাংলা থেকেই সাংসদ হয়ে পা রেখেছেন সংসদে। সেই ইউসুফের ইফতার পার্টিকে সামনে রেখে দিল্লিতে বিরোধী ঐক্যের আবহ আরও একবার তুলে ধরার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস। আসর বসল আবার ইউসুফের সুপার সিনিয়রের বাসভবনে। 

এদিনের ইফতার পার্টিতে বসল চাঁদের হাট। অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আর এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বাসভবনে ইফতারের আয়োজন করেছিলেন ইউসুফ। সেই ইফতারে যোগ দিলেন ইন্ডিয়া জোট শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদবের কন্যা আরজেডির মিসা ভারতী থেকে শুরু করে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরি, ইমরান প্রতাপ গড়িও। 

ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেডি-সহ বিরোধী শিবিরের একাধিক সাংসদ, নেতা। ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র থেকে সৌগত রায়দের। মৈথিলী ব্রাহ্মণ কীর্তির আঙিনায় বসেই এদিন রোজা ভাঙেন ইউসুফ-সহ বাকি সকলে। সন্ধ‍্যার নামাজও হয় ওই উঠোনেই। উৎসবের আবহে এই ইফতার পার্টি নিয়ে এখন জোর চর্চা দিল্লি থেকে বঙ্গ রাজনীতির আঙিনায়।