করোনার কোপে এ বার ত্রিপুরার মুখ্যমন্ত্রীও

গত বছরের অগস্ট মাসে বিপ্লব দেবের পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

করোনার কোপে এ বার ত্রিপুরার মুখ্যমন্ত্রীও
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 12:45 PM

গুয়াহাটি: করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব(Biplab Deb)। বুধবার তিনি টুইট করে নিজের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার কথা জানান। আপাতত তিনি সুস্থ রয়েছেন এবং হোম আইসোলেশনে (Home Isolation) রয়েছেন বলেই জানিয়েছেন।

এ দিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত আমি হোম আইসোলেশনে রয়েছি। সকলকে করোনাবিধি অনুসরণ করে চলতে ও সুরক্ষিত থাকতে আবেদন জানাচ্ছি।”

তাঁর এই টুইট দেখেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ লেখেন, “আইসোলেশনে যত্নে ও আরামে থাকুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।”

গত বছরের অগস্ট মাসে বিপ্লব দেবের পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

দেশের বাকি রাজ্যের মতোই ত্রিপুরাতেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে নয়া করোনাবিধিও জারি করা হয়েছিল। সেই নির্দেশিকায় জানানো হয়েছিল যে, সমস্ত সরকারি অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক। যদি কেউ মাস্ক না পরেন, তবে প্রথমবার ২০০ টাকা জরিমানা ও দ্বিতীয়বার ৪০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও অফিস, গণপরিবহনে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনার ভয়াল গ্রাসের পিছনে আসল কারণ কী, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী