TIPRA Motha-BJP: ত্রিপুরা নিয়ে বড় ভাবনা, নির্বাচনের পালা মেটার পরও কেন তিপ্রা মোথার সঙ্গেই জোট বাঁধতে মরিয়া বিজেপি?

Lok Sabha Election 2024: নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা বলেন, "যদি তিপ্রা মোথা বিরোধী শিবিরেই থাকে, তবে বিধানসভার ভিতরে ও বাইরেও শক্তিশালী বিরোধী তৈরি হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আরও বড় জয় চায়।"

TIPRA Motha-BJP: ত্রিপুরা নিয়ে বড় ভাবনা, নির্বাচনের পালা মেটার পরও কেন তিপ্রা মোথার সঙ্গেই জোট বাঁধতে মরিয়া বিজেপি?
ত্রিপুরার রাজপরিবারের সদস্যের দলের সঙ্গেই জোট বাঁধতে আগ্রহী বিজ্পি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 12:45 PM

আগরতলা: ত্রিপুরায় ফের মানিক-রাজ। ত্রিপুরা বিধানসভা ভোটে (Tripura Assembly Election 2023) এবারও জয়ী হয়েছে বিজেপি (BJP)। আজ, বুধবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরায় একাই সরকার গঠন করলেও, বৃহত্তর স্বার্থ নিয়েই আপাতত ভাবনাচিন্তা করছে বিজেপি। সেই কারণেই তিপ্রা মোথা(Tipra Motha)-র সঙ্গে ফের একবার কথাবার্তা শুরু করেছে বিজেপি, এমনটাই সূত্রের খবর। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পালা মিটতেই এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি। উত্তর-পূর্ব ভারত থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা আরও বাড়াতেই তিপ্রা মোথাকে পাশে চাইছে বিজেপি।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ৬০ আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি জয়ী হয়েছে একটি আসনে। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তিপ্রা মোথা  প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই ১৩টি আসনে জয়ী হয়েছে। বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৪টি আসন। বাম-কংগ্রেসকে নিয়ে চিন্তিত না হলেও, তিপ্রা মোথাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি।

নির্বাচনের আগেই তিপ্রা মোথার সঙ্গে জোট বাঁধার আগ্রহ দেখিয়েছিল বিজেপি। কিন্তু ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মার দলের অন্য়তম দাবি ছিল ভিন্ন তিপ্রাল্যান্ড। যদি কোনও রাজনৈতিক দল লিখিত প্রতিশ্রুতি দেয়, তবেই তাদের সঙ্গে জোট বাঁধতে রাজি তিপ্রা মোথা, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু কোনও দলই সেই লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় নির্বাচনে একাই লড়ে তিপ্রা মোথা। প্রথমবার নির্বাচনে লড়েই তিপ্রা মোথা যে ফল করেছে, তাতে চিন্তা বেড়েছে বিজেপির। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্কে আরও বড় ভাগ বসাতে পারে এই নতুন দল, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর সেই কারণেই তিপ্রা মোথাকে নিজেদের পাশে টানতে চাইছে বিজেপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “যদি তিপ্রা মোথা বিরোধী শিবিরেই থাকে, তবে বিধানসভার ভিতরে ও বাইরেও শক্তিশালী বিরোধী তৈরি হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আরও বড় জয় চায়। উত্তর-পূর্ব ভারতে বিজেপি সর্বাধিক আসনে জয়ী হতে চায়। তবে ত্রিপুরার আধিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে তিপ্রা মোথা আমাদের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সেই কারণেই আমরা তিপ্রা মোথার সঙ্গে ফের একবার জোটের আলোচনা শুরু করতে চাই।”

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তিপ্রা মোথার সঙ্গে জোটের আলোচনার জন্য কোনও নেতাকে নিয়োগ করা হতে পারে। সম্প্রতিই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বলেছিলেন যে তিপ্রা মোথা যদি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছেড়ে দেয়. তবে তাদের সঙ্গে জোট বাঁধার আলোচনা শুরু করা হবে।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে