কলকাতা: উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার সরকারি বিজ্ঞাপণের ছবি বিভ্রাটে নাম জড়াল ত্রিপুরার। ‘মাই গভ ত্রিপুরা’ নামে ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে শুক্রবার একটি ছবি শেয়ার করা হয়। যেটি মূলত পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে টুইট। সেখানেই দেখা যায় টিলার রাজ্যে চলছে ট্রাম! এরপরই ভালভাবে ছবিটি দেখতেই বোঝা যায় এ ছবি আসলে শিয়ালদহ উড়ালপুলের। স্বভাবতই এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এর আগে যোগী সরকার উত্তর প্রদেশের একটি বিজ্ঞাপণ প্রকাশ করে। সেই বিজ্ঞাপণে দেখা গিয়েছিল কলকাতার মা উড়ালপুলের ছবি। এর পর উত্তরাখণ্ড সরকার তাদের বিমানবন্দর নিয়ে বলতে গিয়ে তুলে ধরে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের ছবি। এবার ত্রিপুরা সরকার তাদের পথ নিরাপত্তা নিয়ে একটি প্রতিযোগিতা করতে গিয়ে সেখানে ব্যবহার করে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর ছবি।
এ প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “আমি শুনেছি ত্রিপুরায় পশ্চিমবাংলার একটি উড়ালপুলের ছবি দিয়ে ওদের উন্নয়ন বোঝাতে হয়েছে। এর আগেও উত্তর প্রদেশ সরকারের একটি বিজ্ঞাপণেও মা ফ্লাইওভার দেখানো হয়েছিল। উত্তরাখণ্ডের একটি বিজ্ঞাপণেও এরকম ঘটনা ঘটেছে। এটা তৃতীয় ঘটনা। বিজেপি এসবই করছে। আসলে আমাদের অনুকরণ করে আমাদের ছবি ব্যবহার করে ওদের রাজ্যের লোককে ঠকাচ্ছে।”
Is @BJP4Tripura claiming that these are their roads? Are there no well-maintained roads in Tripura? Has @BjpBiplab really NEGLECTED DEVELOPMENT to this extent?
Ridiculous how BJP repeatedly steals from the #BengalModel to showcase @MamataOfficial‘s developmental work as theirs! https://t.co/1HkcsRs6G1
— AITC Tripura (@AITC4Tripura) December 10, 2021
যদিও এই টুইট নিয়ে বিতর্ক দানা বাধতেই ত্রিপুরা সরকারের টুইটার হ্যান্ডেল থেকে সেটি সরিয়ে ফেলা হয়। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অবজ্ঞার বাণ শানিয়েছে তৃণমূল। ত্রিপুরা তৃণমূলও তাদের টুইটে এ বিষয়টি তুলে ধরে।
এ প্রসঙ্গে টুইটারে এআইটিসি ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার বিজেপি কী ভাবে এই রাস্তা এ রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও যত্ন করে পরিচালন করা রাস্তা নেই? বিজেপির বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে বিজেপি বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে। কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে।’ এ প্রসঙ্গে অবশ্য এখনও বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬
আরও পড়ুন: Rail Hospital: রেলের হাসপাতালে মেয়াদ পার করা স্যালাইন পেল রোগী! হইচই শুরু হতেই সাসপেন্ড দুই
কলকাতা: উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার সরকারি বিজ্ঞাপণের ছবি বিভ্রাটে নাম জড়াল ত্রিপুরার। ‘মাই গভ ত্রিপুরা’ নামে ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে শুক্রবার একটি ছবি শেয়ার করা হয়। যেটি মূলত পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে টুইট। সেখানেই দেখা যায় টিলার রাজ্যে চলছে ট্রাম! এরপরই ভালভাবে ছবিটি দেখতেই বোঝা যায় এ ছবি আসলে শিয়ালদহ উড়ালপুলের। স্বভাবতই এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এর আগে যোগী সরকার উত্তর প্রদেশের একটি বিজ্ঞাপণ প্রকাশ করে। সেই বিজ্ঞাপণে দেখা গিয়েছিল কলকাতার মা উড়ালপুলের ছবি। এর পর উত্তরাখণ্ড সরকার তাদের বিমানবন্দর নিয়ে বলতে গিয়ে তুলে ধরে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের ছবি। এবার ত্রিপুরা সরকার তাদের পথ নিরাপত্তা নিয়ে একটি প্রতিযোগিতা করতে গিয়ে সেখানে ব্যবহার করে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর ছবি।
এ প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “আমি শুনেছি ত্রিপুরায় পশ্চিমবাংলার একটি উড়ালপুলের ছবি দিয়ে ওদের উন্নয়ন বোঝাতে হয়েছে। এর আগেও উত্তর প্রদেশ সরকারের একটি বিজ্ঞাপণেও মা ফ্লাইওভার দেখানো হয়েছিল। উত্তরাখণ্ডের একটি বিজ্ঞাপণেও এরকম ঘটনা ঘটেছে। এটা তৃতীয় ঘটনা। বিজেপি এসবই করছে। আসলে আমাদের অনুকরণ করে আমাদের ছবি ব্যবহার করে ওদের রাজ্যের লোককে ঠকাচ্ছে।”
Is @BJP4Tripura claiming that these are their roads? Are there no well-maintained roads in Tripura? Has @BjpBiplab really NEGLECTED DEVELOPMENT to this extent?
Ridiculous how BJP repeatedly steals from the #BengalModel to showcase @MamataOfficial‘s developmental work as theirs! https://t.co/1HkcsRs6G1
— AITC Tripura (@AITC4Tripura) December 10, 2021
যদিও এই টুইট নিয়ে বিতর্ক দানা বাধতেই ত্রিপুরা সরকারের টুইটার হ্যান্ডেল থেকে সেটি সরিয়ে ফেলা হয়। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অবজ্ঞার বাণ শানিয়েছে তৃণমূল। ত্রিপুরা তৃণমূলও তাদের টুইটে এ বিষয়টি তুলে ধরে।
এ প্রসঙ্গে টুইটারে এআইটিসি ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার বিজেপি কী ভাবে এই রাস্তা এ রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও যত্ন করে পরিচালন করা রাস্তা নেই? বিজেপির বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে বিজেপি বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে। কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে।’ এ প্রসঙ্গে অবশ্য এখনও বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬
আরও পড়ুন: Rail Hospital: রেলের হাসপাতালে মেয়াদ পার করা স্যালাইন পেল রোগী! হইচই শুরু হতেই সাসপেন্ড দুই