AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: চিঠি পড়তে পড়তেই মন্ত্রীর উপরে ‘হলুদ অ্যাটাক’, মুখ্যমন্ত্রীর মুখেও কালো কালি লেপে দেওয়ার হুমকি

Minister Attacked: মন্ত্রী সবে চিঠি পড়া শুরু করেছিলেন, সেই সময়ই দুই ব্য়ক্তি পকেট থেকে হলুদ গুঁড়োর প্য়াকেট বের করে মন্ত্রীর মাথায় ঢেলে দেন।

Video: চিঠি পড়তে পড়তেই মন্ত্রীর উপরে 'হলুদ অ্যাটাক', মুখ্যমন্ত্রীর মুখেও কালো কালি লেপে দেওয়ার হুমকি
হঠাৎ হামলা মন্ত্রীর উপরে।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 5:38 PM
Share

মুম্বই: সাধারণ মানুষের ক্ষোভ-অভিযোগ শুনতেই গিয়েছিলেন মন্ত্রী। তাদের দেওয়া চিঠিও পড়ছিলেন। হঠাৎই অতর্কিতে হামলা। মন্ত্রীকে দুই দিক থেকে ঘিরে ধরলেন জনা দুয়েক ব্যক্তি। মাথায় ঢেলে দিলেন হলুদের গুঁড়ো। হুমকি দিলেন মুখ্যমন্ত্রীর উপরেও আক্রমণ করার। শুক্রবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সোলাপুরে। সেখানে সরকারি অতিথি নিবাসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলছিলেন মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল। এমন সময়ই দুই ব্যক্তি চড়াও হয়ে মন্ত্রীর মাথায় জোর করে হলুদ গুঁড়ো ঠেলে দেন। ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, যে দুইজন ব্যক্তি হামলা করেছিলেন, তাঁরা ধাঙ্গার বা পশুপালক গোষ্ঠীর। এদিন রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল সোলাপুরের অতিথি নিবাসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। ওই গোষ্ঠীর প্রতিনিধিরা মন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দেন। মন্ত্রী সবে চিঠি পড়া শুরু করেছিলেন, সেই সময়ই দুই ব্য়ক্তি পকেট থেকে হলুদ গুঁড়োর প্য়াকেট বের করে মন্ত্রীর মাথায় ঢেলে দেন।

সঙ্গে সঙ্গেই মন্ত্রীর শাগরেদরা তাঁদের টেনে হিঁচড়ে মাটিতে ফেলে এবং মারধর করে। ওই দুই ব্যক্তি তখন মারাঠি ভাষায় চিৎকার করে সংরক্ষণের দাবি করেন। পরে তাঁরা জানান, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন। শেখর বাঙ্গালে নামক ওই ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরেই ধাঙ্গার গোষ্ঠী উপজাতি সংরক্ষণের দাবি করছে, কিন্তু কেউ সেই দাবি শুনছে না। যদি এরপরও তাদের দাবি পূরণ না করা হয়, তবে মুখ্য়মন্ত্রী ও অন্য মন্ত্রীদের উপরেও কালো কালি ছুড়বেন বলে হুঁশিয়ারি দেন।

হলুদ ছোড়া নিয়ে মন্ত্রী বলেন, “হলুদ গুঁড়ো অপবিত্র নয়। পুজোয় ব্যবহার করা হয়। তাই আমি এতে কোনও ভুল দেখছি না, বরং আনন্দের বিষয় এটা।” তিনি আরও জানান, অভিযুক্ত ওই ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কোনও পুলিশি পদক্ষেপ করতে বারণ করেছেন। দলীয় কর্মীরা ওই দুই ব্যক্তিকে মারধর করার প্রসঙ্গে তিনি জানান, হঠাৎ গোটা ঘটনাটি ঘটায়, দলীয় কর্মীরা হকচকিত হয়ে যান। কর্মীদের শাসন করেছেন বলেও জানান মন্ত্রী।